রাজ্যের খবর

নাম না করেই নিশানা বিজেপিকে অভিষেকের, যদি ক্ষমতা থাকে বড় কোন নেতা থাকলে দাঁর করান, “…

Abhishek Banerjee vote campaigning

The Truth of Bengal: ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রে প্রচার করেছেন তিনি, আজ নিজের কেন্দ্রে প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের প্রায় অর্ধেক লোকসভা কেন্দ্রে প্রচার করেছেন তিনি। কিন্তু নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার সে ভাবে প্রচারে তাঁকে দেখা যায়নি। যদিও তাঁর কেন্দ্রে ভোট শেষ  দফায়। আগামী ১ জুন। এই সভা থেকেই বিজেপিকে আক্রমন করেন অভিষেক, তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী দিয়েছে অভিজিৎ দাস ওরফে ববিকে, মূলত তাঁকেই নাম না করে নিশানা করে বলেন “যদি ক্ষমতা থাকে বড় কোন নেতা থাকলে দাঁর করান, “..

ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। অনেক টালবাহানার পর গত ১৬ এপ্রিল তাঁর নাম ঘোষণা করে বিজেপি। সেই প্রার্থীকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে লড়তে আসুন বিজেপির কোনও সর্বভারতীয় নেতা। তিনি তাঁকে স্বাগত জানাবেন। রবিবার ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার বজবজ ২ ব্লকের মুচিশা হাইস্কুল ফুটবল মাঠের জনসভায় বিজেপিকে এমন চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের কেন্দ্রের জনসভায় নানা ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়ার জন্য তিনি বিজেপি সর্বভারতীয় নেতাদের আহ্বান জানালেন। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। অনেক টালবাহানার পর গত ১৬ এপ্রিল তার নাম ঘোষণা করে বিজেপি। সেই প্রার্থীকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে লড়তে আসুন বিজেপির কোনও সর্বভারতীয় নেতা। তিনি তাঁকে স্বাগত জানাবেন। রবিবার ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার বজবজ ২ ব্লকের মুচিশা হাইস্কুল ফুটবল মাঠের জনসভায় বিজেপিকে এই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এখন এখানে মনোনয়ন পর্ব শুরু হয়নি। বিজেপি চাইলে তাদের প্রার্থী বদলে করে এখানে দাঁড় করাতে পারেন সর্বভারতীয় স্তরের বড় কোনও নেতাকে। মানুষের কী ক্ষমতা তা দেখিয়ে দেবে ডায়মন্ড হারবার। সেই ক্ষমতা দেখতে পাবে বিজেপি।

ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক দিয়েছে বিজেপি। তবে তাঁকে এখানে হারানো সোজা কথা নয়। তিনি ডায়মন্ড হারবারের মানুষের মনের মধ্যে আছেন। ২০১৯ সালে বিজেপির বড় নেতারা এখানে এসেছিলেন তাঁকে হারানোর জন্য। সেবার বিজেপিকে খালি হাতে ফিরিয়েছিল মানুষ। এবারও বিজেপিকে মানুষ আগের মতো শিক্ষা দেবে বলে দাবি করেছেন অভিষেক।

গত ১০ বছরের সাংসদ হিসেবে উন্নয়নের নিরিখে তিনি আমুল বদলে দিয়েছেন ডায়মন্ড হারবারকে। শুধু ডায়মন্ড হারবারের জন্য গত ১০ বছরে ৫ হাজার ৫৮০ কোটি টাকার কাজ হয়েছে। কী কী কাজ হয়েছে ডায়মন্ড হারবারবাসীর জন্য, সেই ফিরিস্তি এদিন তুলে ধরেন অভিষেক।

লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ডায়মন্ড হারবারে লড়ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্যতম বড় নেতা হিসেবে রাজ্যের ৪২টি কেন্দ্রেই ঘুরে ঘুরে প্রচার করতে হচ্ছে তাঁকে। রবিবার নিজের কেন্দ্রে এই প্রথম প্রচার করলেন অভিষেক। ডায়মন্ড হারবারের মানুষের কাছে তাঁর আবেদন, ‘ডায়মন্ড হারবার আপনারা দেখুন, বাকি ৪১ কেন্দ্রের দায়িত্ব আমার।‘

Related Articles