জীবনে এসেছে নতুন প্রাণ! খুশির খবর জানালেন পরম-পত্নী
New members have arrived in Piya-Param's family

The Truth of bengal: পিয়া-পরমের পরিবারে হল নতুন সদস্যদের আগমন। আর পরিবারের সেই ছোট্ট সদস্যকে সঙ্গে নিয়েই ছবি গণমাধ্যমে নেটিজেনদের সঙ্গে শেয়ার করলেন পিয়া নিজেই। বহুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন তিনি। নববর্ষে এথনিক্ সাজে সকলকে শুভেচ্ছা বার্তা জানানোর পর সরাসরি তাদের পরিবারের এই নতুন সদস্যদের সঙ্গে ছবি দিয়ে সকলের নজর কেড়েছে পিয়ার আদরের বেড়াল।
View this post on Instagram
পিয়া ইনস্টাগ্রামে তাদের পরিবারের নতুন সদস্যের ছবি শেয়ার করে লেখেন যে, “আমি কিছুদিনের জন্য আনন্দের সঙ্গেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি। কারণ এই ছোট্ট প্রাণটি আমার জীবনের সবসময় কেড়ে নিয়েছে। যাকে আমি গত সপ্তাহে আমার অফিস চত্ত্বরে খুঁজে পেয়েছি।” তাঁকে কখনো পিয়ার বুকের ওপর বসে থাকতে ও কখনও তার মুখে চুমু খেতে দেখা যাচ্ছে। যা কার্যত সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই নেটিজেনদের মন কেড়েছে।
গতবছরেই পরম ও সঙ্গীতশিল্পী অনুপমের প্রাক্তন পিয়ার সঙ্গে বিয়ের খবরে শিরোনামে উঠে এসেছিলেন তাঁরা। তাছাড়াও পরমব্রত’র অনুরাগীরাও কিছুটা অবাক হয়েছিলেন বিষয়টি নিয়ে। নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়েছিল পিয়াকে। তবে নতুন সংসারে নতুন এই সদস্য’কে দিব্যি রয়েছেন পরম পত্নী প্রিয়া তা একেবারেই স্পষ্ট।