
The Truth Of Bengal: ২০২৪ এ দাড়িয়ে সেরা গায়কের কথা উঠে এলে একটাই নাম মনে বেশি আসে, সেটি হল অরিজিৎ সিং। গত বৃহস্পতিবার ৩৬ বছরে পা দিলেন দেশের এক নম্বর গায়ক। তবে দেশের এক নম্বর গায়ক হলেও তার জীবনযাত্রা অতি সাধারণ ও সাবলীল। শুধু সাধারণ যে তাই নয়, মাটির মানুষ বলেই সবাই জানে তাঁকে। বাচ্চা থেকে বয়স্ক সবাই তাঁর গানে পাগল। সবরকম মেজাজের গান উপহার দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। তবে জানেন কি, এই গায়কও কিন্তু কোটিপতিদের তালিকায় নাম লিখিয়েছেন অনেকদিন আগেই।
সূত্রের খবর, মুম্বইয়ে বিলাসবহুল ৪ টি ফ্ল্যাট রয়েছে তাঁর । সেগুলি প্রায় ৯ কোটি টাকার কাছাকাছি। শুধু ফ্ল্যাটই নয়, এছাড়াও রয়েছে তাঁর গাড়ির সম্ভার। একটি মার্সিডিজ বেঞ্জ, একটি রেঞ্জ রোভার ভোগ, একটি হামার এইচ ৩। সূত্রের খবর অনুযায়ী, তাঁর বার্ষিক আয় প্রায় ৭২ কোটি ও মাসিক আয় প্রায় ৬ কোটি টাকা।
কোটিপতি কিন্তু রাতারাতি হয়ে যাননি তিনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মতো মফসল এলাকা থেকে উঠে এসে অনেক জটিল পরিস্তিথির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। পথ চলার শুরুতে রিয়্যালিটি শো-এ অংশ গ্রহণ করেও তিনি সেই শো-য়ের সেরা হতে পারেননি। কিন্তু সেখানেই তিনি থেমে থাকেন নি। ২০১১ সালের ‘মার্ডার ২’ সিনেমায় ‘ফির মহব্বতে’ গান দিয়ে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। এরপর ২০১৩ এ ‘আশিকি ২’ -এর গান গুলো দিয়েও তিনি মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলেন। ২০১৪ এ ‘সিটি লাইট’-এর মুসকুরানে গান টা খুবই সাফল্য পেয়েছিল। এরপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অজস্র পুরষ্কার পেয়েও কোন অহংকার নেই তাঁর। বরং ফতুয়া পরেই স্কুটি চড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দেশের সেরা গায়ক।