আন্তর্জাতিক

দ্বিতীয়বার রাশিয়া সফরে অজিত ডোভাল, সন্ত্রাসি কার্যকলাপ রুখতে ভারত-রাশিয়া একযোগে লড়বে

Ajit Doval on tour to Russia for the second time

The Truth of Bengal : রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধর মাঝেই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের জাতীয় উপদেষ্টা অজিত জোভাল। এই নিয়ে দ্বিতীয়বার রাশিয়া সফরে গেলেন অজিত ডোভাল।  রাশিয়ার সেন্ট পিটসবার্গে নিরাপত্তা বিষয়ক দ্বাদশ আন্তর্জাতিক বৈঠকে অংশ নেন তিনি।

সেখাবে অংশগ্রহণ করে  ডোভাল সাইবার অপরাধ এবং সন্ত্রাসে প্রযুক্তির ব্যবহার ঠেকানোর বিষয়ে সহযোগিতার উপর জোর দেন অজিত। এরপাশাপাশি এই আন্তর্জাতিক বৈঠকে জঙ্গি সংগঠনগুলির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং অর্থের উৎস বন্ধ করতে যৌথ পদক্ষেপের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকবে। তথ্য ও প্রযুক্তির অপব্যবহার করছে সন্ত্রাসীরা। বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ভারতের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি।

২০২১ সাল থেকে রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত নিরাপত্তা বিষয়ক ওই বার্ষিক অধিবেশনে সাইবার অপরাধ ঠেকাতে একটি আন্তর্জাতিক চুক্তি রূপরেখা তৈরির প্রচেষ্টা চলছে। সহমতের ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপের কথা বলেন ডোভাল। এদিন বুধবার আন্তর্জাতিক এই সম্মেলন ও মস্কো-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ডোভাল বৈঠক করেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভের সঙ্গে। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এই বৈঠকেও উঠে আসে সন্ত্রাসবাদের প্রসঙ্গ। সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে ভারতের সঙ্গে একযোগে কাজ করবে রাশিয়া বলে জানিয়েছেন পাত্রুশেভ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের  অগস্টে মস্কো গিয়ে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাইন পাট্রুশেভের সঙ্গে বৈঠক করেছিলেন ডোভাল।সেই বৈঠকও বেশ তাৎপর্যপূর্ণ ছিল।  নিরাপত্তার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছিল ওই বৈঠকে। সেই সঙ্গে আঞ্চলিক ও গোটা বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়েও আলোচনা হয়েছিল। ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের মধ্যেই  অজিত ডোভালের এই দ্বিতীয়বার রাশিয়া সফর দু-দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল।

Related Articles