চন্দননগরের প্রাক্তন বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Chief Minister condoles the demise of former Chandannagar MLA

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর প্রাক্তন মেয়র অশোক সাউ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বুধবার ভোরে আবার অসুস্থ হলে চনন্দগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রথমে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ১৯৮১ সালে কাউন্সিলর পরে ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চন্দননগর পৌর নিগমের মেয়রের দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটের নির্বাচিত হওয়ার পর আবার মেয়র হন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত চন্দননগর বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন।একই সঙ্গে বিধায়ক ও মেয়র ছিলেন তিনি।
পেশায় একজন আইনজীবী ছিলেন। তার একমাত্র পুত্র শুভজিৎ সাউ ও পুত্র বধু ঋতুপর্ণা বর্তমানে চন্দননগরের কাউন্সিলর। অশোক সাউন এর মৃত্যু সংবাদ পেয়ে চন্দননগরের বর্তমান মেয়র রাম চক্রবর্তী হাডপাতালে যান। বিকালে মরদেহ হাসপাতাল থেকে বের করা হবে বলে জানিয়েছেন রাম বাবু।