IPL 2024

শাস্তির মুখে আরসিবি অধিনায়ক

RCB captain faces punishment

The Truth of Bengal : কেকেআরের বিরুদ্ধে ইডেনে ১ রানে হেরে চলতি আইপিএল থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে আরসিবির। হারের পরেই দুঃসংবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। নাইট রাইডার্সের কাছে পরাজিত হওয়ার পরে বড়সড় শাস্তির মুখে ফ্যাফ ডু’প্লেসি। তাঁর দল নিয়ম ভাঙায় বিসিসিআইয়ের কড়া শাস্তির মুখে পড়তে চলেছে আরসিবি অধিনায়ক।

রবিবার ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় আরসিবি অধিনায়ককে শাস্তির কবলে পড়তে হল। আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথমবার স্লো ওভার রেট-এর শাস্তি শুধুমাত্র অধিনায়ককে জরিমানা করা হয়। যেহেতু এই মরশুমে আরসিবির এটি প্রথম ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধ, তাই শুধুমাত্র ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসিকে জরিমানা করা হয়। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকার জরিমানা করা হয় ফ্যাফ-কে। এরকম অপরাধ দ্বিতীয়বার হলে অধিনায়কের সাথে সাথে দলের বাকি খেলোয়াড়-দেরও শাস্তির ভাগিদার হতে হবে। এমনকি শাস্তির সম্মুখীন হবে ইম্প্যাক্ট খেলোয়াড়ও।

Related Articles