কলকাতা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের

About 26,000 jobs have been canceled by Calcutta High Court

The Truth Of Bengal : এসএসসি মামলায় বাতিল করা হল প্রায় ২৫,৭৫৩ জনের চাকরি। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ২০১৬ সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাঁদের। প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বেতন দিতে হবে। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করা হল।

বেআইনি ভাবে পাওয়া ২৪ হাজারের বেশি চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। SSC মামলায় রায়দান করে জানাল কলকাতা হাইকোর্ট। প্যানেল বহির্ভূত সমস্ত চাকরি বাতিল হয়ে গেল। সুদ সহ বেতনের সমস্ত টাকা ফেরানোর নির্দেশ। আগামী ৬ সপ্তাহের মধ্যে ফেরানোর নির্দেশ। মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। মামলার রায়ে জানাল হাই কোর্ট।

স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে গত তিন বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলে নিয়োগ ‘দুর্নীতি’ মামলা। টেট এবং এসএসসি-র ক্ষেত্রে এই অভিযোগ ওঠে। টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। আজ সোমবার এসএসসি-র চাকরি বাতিল মামলার রায় ঘোষণা হয় কলকাতা হাই কোর্টে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। এত চাকরি বাতিল হলেও চাকরি থাকবে সোমা দাসের। তিনি ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তাঁর চাকরি বহাল রেখেছে আদালত।

মামলার রায়দানে বিচারপতি বসাক জানিয়েছেন, এসএসসি প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। সুদ সহ সেই টাকা ফেরাতে হবে। এসএসসির ওএমআর শিট বা উত্তরপত্র দ্রুত এসএসসির সার্ভারে আপলোড করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। জানিয়েছেন বিচারপতি বসাক। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে ও জানানো হয়েছে।

Related Articles