প্রচারে বাধা দিতে ছেঁড়া হয়েছে ফ্লেক্স-পোস্টার, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল
Flex-posters were torn to prevent the campaign, Trinamool filed a complaint in the commission

The Truth of Bengal: রাজ্যে তৃণমূলের জনপ্রিয়তা বাড়ায় ইর্ষান্বিত হয়ে প্রচারে বাধা দিচ্ছে বিজেপি। চুঁচুড়ায় ছেঁড়া হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স-পোস্টার। এই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আসলে ভোটে হেরে যাওয়ার ভয়ে, ভয় দেখানোর কৌশল নিচ্ছে বিজেপি, সরব হুগলির তৃণমূল কংগ্রেস নেতারা। হিংসার রাজনীতির বিরুদ্ধে কমিশনে তারা নালিশও জানিয়েছে।
প্রথম দফার ভোটে কোচবিহারে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। দিনহাটার ব্লক সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কোচবিহারে কোথাও তৃণমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপ মারা হয়,কোথাও আবার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবার অন্যান্য দফার ভোটের আগে বিজেপি আক্রমণের ধার আরও বাড়াচ্ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ২০মে হুগলিতে লোকসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের তরফে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়,বিজেপির হয়ে লড়াইতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। দুই শিবিরের দ্বৈরথের মাঝে গেরুয়া বাহিনী নানা জায়গায় গাজোয়ারি রাজনীতি করতে চাইছে বলে সরব জেলা তৃণমূলের নেতারা। চুঁচুড়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স-পোস্টার ছিঁড়ে দেওয়া ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
এর আগেও ১৬ তারিখ প্রার্থীর রোড শোর দিনে তোলাফটক হরিজন পল্লী এলাকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছিল। বারবার বিজেপির ইন্ধনে এই হিংসাও প্রচারে বাধা দেওয়ার ঘটনা ঘটছে বলে সরব হুগলির তৃণমূল নেতৃত্ব।আসলে সম্মুখ সমরে না পেরে পিছন থেকে প্রচারে বিঘ্ন ঘটানোর নানা কৌশল নেওয়া হচ্ছে। ঘাসফুলের তোপ,সিবিআই-ইডিকে দিয়ে ভয় দেখিয়ে কাজ না হওয়ায় নতুন ছকে্ প্রচারে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে সোচ্চার হুগলির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেস একের পর এক নজির তুলে ধরে বলছে,হুগলিতে বিজেপির পায়ের তলার মাটি দুর্বল হয়ে পড়েছে।লকেট চট্টোপাধ্যায়ের কাজ না করার মানসিকতা তাঁদের ভরাডুবি ঘটাবে।তাই ভোটে হারের ভয়ে এই প্রচারপর্বকে সন্ত্রস্ত করার অপপ্রয়াস নেওয়া হচ্ছে বলে ঘাসফুলের কর্মীদের দাবি। কমিশনে নালিশ জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পক্ষে সরবও হচ্ছে তাঁরা।