রেলে বড় নিয়োগ, TTE পোস্টে ৮ হাজারের বেশি পদে কী ভাবে আবেদন করবেন জানুন
The Indian Railways’ Railway Recruitment Board (RRB) has announced vacancies for over 8,000 Travelling Ticket Examiner posts

The Truth Of Bengal : বড় নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে। ভারতীয় রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 8000 হাজারের বেশি ভ্রমণ টিকিট পরীক্ষকের পদের জন্য শূন্যপদ ঘোষণা করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আরও বিস্তারিত জানার জন্য ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ যেতে পারেন। সেখানে বিস্তারিত সমস্ত তথ্য দেওয়া আছে। আবেদন প্রক্রিয়া মে মাসে শুরু হতে পারে। জুন মাসে সেই প্রক্রিয়া শেষ হবে। তবে পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য–
পোস্ট- ভ্রমণ টিকিট পরীক্ষক
শূন্যপদ- ৮০০০
বয়সসীমা- ন্যূনতম বয়স ১৮ বছর
সর্বোচ্চ বয়স – ২৮ বছর
বেতন: ভ্রমণ টিকিট পরীক্ষক বা TTE পদের বেতন ২৭ ৪০০ টাকা থেকে ৪৫৬০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা থাকতে হবে।
আবেদন ফি- সাধারণ এবং ওবিসি বিভাগের জন্য ৫০০ টাকা
SC/ST বিভাগের জন্য ৩০০ টাকা
কীভাবে আবেদন করতে হবে–
ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in গিয়ে আবেদন করা যাবে।
রেলওয়ে টিটিই নিয়োগ 2024 অনুসন্ধান করুন
রেলওয়ে টিটিই নিয়োগ বিভাগে অনলাইনে আবেদন করার লিঙ্ক পাবেন
সেখানে নির্দেশ অনুযায়ী আবেদন করতে হবে।