স্বাস্থ্য

সুস্বাদু আইসক্রিমের নাম শুনলেই জিভে জল চলে আসে?, জানেন পছন্দসই আইসক্রিমের ফ্লেভার আপনার চরিত্রের কোন দিক নির্দেশ করে?

Know what your favorite ice cream flavor indicates about your character

The Truth of Bengal, মৌ বসু : প্রবল গরমে সুস্বাদু নানান ফ্লেভারের আইসক্রিমের নাম শুনলেই জিভে জল চলে আসে। জানেন পছন্দসই আইসক্রিমের ফ্লেভারই বলে দেবে আপনি মানুষ হিসাবে কেমন? প্রাচীন পারস্য, গ্রিস, চিনেও খোঁজ মিলেছে আইসক্রিমের মতো সুস্বাদু খাবারের। সে সময় এটা ছিল ধনীদের খাবার।

কীভাবে আইসক্রিমের ফ্লেভারের বলে দেবে আপনি কী রকম চরিত্রের মানুষ —

১) যাদের ভ্যানিলা আইসক্রিম পছন্দ তারা জীবনের ছোট ছোট সুখেই আনন্দ খুঁজে পায়। স্বস্তি, আরাম পছন্দের। সম্পর্কের ক্ষেত্রে ভরসাযোগ্য, বিশ্বাসী। ঐতিহ্যে আস্থাশীল। জীবন কাটায় ইতিবাচক মনোভাব নিয়ে। ছোটখাটো বিষয় অনুপ্রেরণা পায়। আদর্শবাদী হয়। তবে বাস্তববাদীও।

২) কুকি ও ক্রিম দেওয়া আইসক্রিম পছন্দ হলে তারা নস্টালজিক হয়। অনুভূতিশীল হয়। স্বপ্ন দেখতে ভালোবাসে। ক্রিয়েটিভ হয়। স্মার্ট হয়। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখে। অন্যের মন বোঝার ক্ষমতা রাখে।

৩) চকোলেট ফ্লেভারের আইসক্রিম পছন্দ হলে তারা খুব প্রাণোচ্ছল হয়। ঘোরাঘুরি করতে ভালোবাসে। যে কোনো অনুষ্ঠানে গেলে তারাই হয়ে ওঠে মধ্যমণি। আত্মবিশ্বাসী হয়। চোখেমুখে দুষ্টুমির ঝিলিক দেখা যায়। মনের মধ্যে সব সময় একটা শিশুকে বাঁচিয়ে রাখে। বন্ধু হয়ে ওঠে সহজে।

৪) হেজেলনাট ফ্লেভারের আইসক্রিম পছন্দ হলে তারা বন্ধুবৎসল ও দায়িত্বশীল হয়। বলার চেয়ে শুনতে পছন্দ করে। মিষ্টি স্বভাবের হয়। মাটির মানুষ, শান্তিপ্রিয়। উদ্বেগের মধ্যেও মাথা ঠান্ডা রেখে চলে।

৫) অনেকে কফি বা কোকো দেওয়া ফ্লেভারের আইসক্রিম পছন্দ করে তারা যে কোনো কাজ দক্ষতার সঙ্গে করে। সর্বদা ফোকাসড থাকে। উচ্চাশা প্রচুর। লক্ষ্য থেকে সরে যায় না।

৬) স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম পছন্দ হলে তারা খুব সহজ সরল ও মিষ্টি, নরম প্রকৃতির হয়। কেয়ারিং ও অনুভূতিশীল হয়। ইন্ট্রোভার্ট হয়।

৭) অনেকে ডাবের ফ্লেভারের আইসক্রিম পছন্দ করে তারা অ্যাডভেঞ্চারপ্রিয় হয়। নতুন অভিজ্ঞতায় ভয় পায় না।

৮) পুদিনা পাতার ফ্লেভারের আইসক্রিম পছন্দ হলে তারা তর্ক করতে ভালোবাসে। আত্মবিশ্বাসী হয়।

৯) চকোলেট চিপস দেওয়া আইসক্রিম পছন্দ হলে তারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়। উদারমনা হয়।

১০) বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম পছন্দ হলে তারা যে কোনো জিনিসের স্ট্যান্ডার্ড উঁচুতে রাখে। কারোকে আঘাত দেওয়া পছন্দ করে না।

১১) উজ্জ্বল রঙের কাঠি আইসক্রিম পছন্দ হলে তারা খুব নেতিবাচক চিন্তা করে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়।