গঙ্গা আরতিতে অংশ নিয়ে বঙ্গবাসীর জন্য সুখ সমৃদ্ধির প্রার্থনা হুগলী লোকসভা প্রার্থী রচনার
Hooghly Lok Sabha candidate rachana prays for happiness and prosperity for Bengalis by participating in Ganga Aarti

The Truth of Bengal, রাকেশ চক্রবর্তী, হুগলী: রামনবমীর দিন গঙ্গা ঘাটে অনুষ্ঠিত গঙ্গা আরতিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন। মাথা গঙ্গার জল ছিটিয়ে গঙ্গা পূজো করে, রচনা নদীকে শুভ্র ও পবিত্র রাখার শপথ নিলেন। এই দিনের গঙ্গা ঘাটের ভিড় গঙ্গাসাগর ও কুম্ভমেলার সমকক্ষ ছিল। গঙ্গা আরতির পরে, রচনা নদীতে জ্বলন্ত প্রদীপ ছেড়ে বঙ্গবাসীদের সুখ-সমৃদ্ধির আশীর্বাদ চাইলেন। রামনবমীর উপলক্ষে উপস্থিত সকল মানুষকে রচনা রামনবমীর শুভেচ্ছা জানান।
বাঁশবেড়িয়ার শিবপুর রাণাঘাটে সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত ও ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় এই গঙ্গা আরতির আয়োজন করেন। এ সময় তৃণমূল জেলা সভাপতি আরিন্দম গুইন, বিধায়ক আসিমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বাঁশবেড়িয়া পুরসভার উপ পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, রাজা চট্টোপাধ্যায় সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।