বিকিনি পরে পাবলিক বাসে যুবতি, অশালীন অঙ্গভঙ্গি! তারপর যা হল
Young woman in public bus in bikini, indecent gesture!

The Truth Of Bengal : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বজুড়ে মানুষ একে অপরের সাথে সংযোগ স্থাপন করে। আর সেই সোশ্যাল মিডিয়াতেই ভারত থেকে শুরু করে গোটা বিশ্ব যে কোন জায়গার বিভিন্ন অদ্ভুত কান্ড ভাইরাল হয় ভিডিও রূপে। সেসব ভাইরালকে ভিডিওগুলির মধ্যে আমরা অনেক সময় পাবলিক ট্রান্সপোর্টে মানুষদের অদ্ভুত কান্ড দেখতে পাই। এমনই একটি ভিডিও আবারও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তা শালীনতার সীমা লঙ্ঘন করছে।
এই ঘটনাটি দিল্লির। দিল্লি থেকেই, ‘Delhi Buses’ নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা বিকিনি পড়ে পাবলিক বাসে উঠে গিয়েছেন। মহিলাটি বাসের ঢোকার সাথে সাথেই একজন মহিলার সম্মুখীন হন তিনি। উল্টো দিকের মহিলাটি তাকে জিজ্ঞাসা করেন তিনি সুস্থ আছেন কিনা। কিন্তু সেই মুহূর্তেই দুজন নারীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময়েই ওই বিকিনি পরিহিত মহিলাটি বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করেন তার উল্টো দিকের মহিলাটিকে উদ্দেশ্য করে।
‘Delhi Buses’ নামক ওই এক্স হ্যান্ডেলের ভিডিও থেকে দেখা যাচ্ছে যে, ওই মহিলাটি নিজের অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আরেকজন পুরুষ যাত্রীকে এতটাই বিরক্ত করে যে তিনি তার আসন থেকে উঠে অন্য জায়গায় সরে যান। শুধু এই যাত্রীরা নন ওই বাসে থাকা অন্যান্য যাত্রীরাও এই মহিলার ব্যবহারে রীতিমত অবাক হয়ে যান। ‘Delhi Buses’ প্রকাশিত এই ভিডিও থেকে স্পষ্ট যে এই মহিলার উপস্থিতি যেন বাসে একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইতিমধ্যেই ‘Delhi Buses’ প্রকাশিত এই ভিডিওটি রীতিমত গোটা বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
প্রসঙ্গত দিল্লির মানুষদের জন্য তাদের পরিবহন ব্যবস্থায় ডিটিসি বাস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেখানে এই বাসগুলি ব্যবহার করেন এদের মধ্যে যেমন রয়েছেন কলেজ ছাত্র-ছাত্রী তেমনি রয়েছেন বহু সাধারণ মানুষ। এমন একটি পরিবহন মাধ্যমে টি যেখানে মানুষের প্রাত্যহিক প্রয়োজন পড়বে। আর সেখানেই এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। ‘Delhi Buses’ দ্বারা প্রকাশিত এই ভিডিওতে যে ঘটনা দেখা যাচ্ছে তা যে কোন যাত্রীর জন্যই অত্যন্ত অস্বস্তিকর।