শুক্রবার আসছে ‘দো অউর দো প্যায়ার’, কেমন হতে চলেছে বিদ্যার এই নতুন রম-কম ?
'Do Aur Do Pyaar' is coming on Friday, how is Vidya's new rom-com going to be?

The Truth Of Bengal : আগামি শুক্রবার মুক্তি পেতে চলেছে দো অউর দো প্যায়ার। এই ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী বিদ্যা বালন। ছবিতে বিদ্যার বিপরীতে রয়েছেন প্রতীক গান্ধী। এছাড়াও ইলিয়ানা ডিক্রুজ ও সেন্ধিল রামামূর্তিকে দেখা যাবে এই নতুন ছবিতে। ইতিমধ্যেই ছবির ট্রেলারে দেখানো হয়েছে বিদ্যা ও প্রতীক গান্ধীর বিবাহিত জীবনের ছবি। কিন্তু, ইলিয়ানার আগমনে সুখের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। ফলে একসঙ্গে থাকলেও বিদ্যা ও প্রতীকের মধ্যে দূরত্ব তৈরি হয়। এখানেই শেষ নয় এই জটিল সম্পর্কের গল্পে।
এরপর গল্পে আসে টুইস্ট অ্যান্ড টার্ন। আর তারপরই দেখা যায় উক্ত জুটি আদতে পরকীয়ায় লিপ্ত সেন্ধিল এবং ইলিয়ানার সঙ্গে। তাঁরা দুজনেই যেন ইলিয়ানা আর সেন্ধিলের সঙ্গে একেবারে আদর্শ পরকীয়ার জুটি। কিন্তু গল্পের মোড় আচমকাই ঘুরে যায় যখন বিবাহিত জুটিটা আবারও একসঙ্গে ভালো সময় কাটাতে শুরু করে, একসঙ্গে ঘুমায়, নানা মুহূর্ত উদযাপন করতে শুরু করে। সবটা মিলিয়ে একটা তালগোল পাকানো পরিস্থিতি তৈরি হয়। তারপর কী হয়ে এই রম-কম ছবিতে সেটা নিয়েই দো অউর দো প্যায়ার ছবির গল্প।
ছবির ট্রেলার দেখে এটা পরিস্কার যে এটি একটি কমেডিতে ভরপুর রোম্যান্টিক ছবি হতে চলেছে। এখানে মুখ্য ভূমিকায় বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ, সেন্ধিল রামমূর্তিকে দেখা যাবে। প্রসঙ্গত মা হওয়ার পর এটাই ইলিয়ানার প্রথম ছবি। বিবাহিত জুটিদের এই গল্প বলবেন পরিচালক শীর্ষ গুহঠাকুরতা। ফলে বিদ্যার এই সিনেমা যে প্রেম, বিশ্বাসঘাতকতা আর অদ্ভুত সম্পর্কের এক জটিল সমীকরণ নিয়ে আসছে তা বলা আর অপেক্ষা রাখে না।