Lok Sabha Election 2024 : তল্লাশির ব্যবস্থা রাখতে হবে সব হেলিপ্যাডে, নির্দেশিকা রাজ্যের স্টেট সিভিল অ্যাভিয়েশনের
Lok Sabha Election 2024 : All helipads should be screened, according to State Civil Aviation guidelines

The Truth Of Bengal : এখন থেকে রাজ্যের সব হেলিপ্যাডে রাখতে হবে তল্লাশির ব্যবস্থা। হেলিকপ্টার ওড়ার আগে এই নির্দেশ মানতে হবে। কমিশনের নির্দেশে এমন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রশাসন। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে বিতর্কের মাঝে এই নির্দেশিকা রাজ্যের স্টেট সিভিল অ্যাভিয়েশন বিভাগের।
গত রবিবার ট্রায়াল রান চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার থামিয়ে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় নিজের ক্ষোভের কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পরে অভিষেক দাবি করেছিলেন, তল্লাশি চালানো হলেও কপ্টারে কিছু পাওয়া যায়নি। পরদিন সোমবার একইরকম ঘটনা ঘটেছিল তামিলনাড়ুতে। ভোটের প্রচারে যাওয়া রাহুলের কপ্টার তামিলনাড়ুতে নামতেই তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা।
সব হেলিপ্যাডে তল্লাশির উপযুক্ত পরিকাঠামো রাখতে হবে। নির্বাচন কমিশনের তরফে আগেই চিঠি দিয়ে সিভিল অ্যাভিয়েশন বিভাগকে জানানো হয়েছিল তল্লাশির বিষয়ে। তবে অভিষেকের হেলিকপ্টারে তল্লাশির উপযুক্ত পরিকাঠামো ছিল না। কমিশনের সেই চিঠির পরিপ্রেক্ষিতে এবার জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে প্রতিটি হেলিপ্যাডে তল্লাশির উপযুক্ত পরিকাঠামো রাখতে হবে। নির্বাচন শেষ নাওয়া পর্যন্ত এই নির্দেশ মানতে হবে।