রাজ্যের খবর

ইন্ডিয়া জোটই ভারত গড়বে,গেরুয়াক ভ্রষ্টাচার কে বিঁধলেন কড়া ভাষায়

Mamata Banerjee in North Bengal and Vote Campaigning

The Truth of Bengal: বাঁচতে হলে বিজেপিকে একটিও ভোট দেবেন না। বিজেপির মিথ্যাচারের হাত থেকে দেশটা আগে বাঁচান। জলপাইগুড়ির ময়নাগুড়ির সভায় যুবসমাজের কাছে এই আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি পকেটমারি করছে বলেও সরব হন তিনি। কার্যতঃ ক্ষমতার স্পর্ধা দেখানো গেরুয়া শিবির সম্পর্কে তৃণমূল সুপ্রিমো সতর্ক করে দেন,বিজেপি ফেক ভিডিয়ো তৈরি করে প্ররোচনা ছড়াবে কিন্তু তাতে বিশ্বাস করবেন না।

উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।লাগাতার প্রচার করে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জোরদার করছেন। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সভা করেন তিনি। জনসভায় বিজেপির বিরুদ্ধে আর্থিক বঞ্চনা থেকে  মিথ্যাচার,ভাঁওতাবাজির অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির কর্মীদের উদ্ধত আচরণ ও চোর অপবাদের বিরুদ্ধেও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচণ্ড গরমের মাঝে জমায়েতে নজরকাড়া ভিড় হয়। মমতার তোপ

বিজেপি  বড় পকেটমার,জনগণের সঙ্গে পকেটমারি করে

পিএম ফান্ডের টাকা কোথায় গেল বিজেপি জবাব দিক

বিজেপির মিথ্যাচার,ফেক ভিডিয়োয় বিশ্বাস করবে না

নিজেকে বাঁচাতে হলে বিজেপিকে একটা ভোট দেবেন না

বিজেপির হাত থেকে সবার আগে দেশটা  বাঁচান

দেশের যুবসম্প্রদায়ের স্বার্থে দেশ বাঁচাতে হবে

কেন ভোট দেওয়া বিজেপিকে উচিত নয় তার ব্যাখাও দেন তৃণমূল সুপ্রিমো।যাঁরা বেকারত্ব বাড়ায়,মূল্যবৃদ্ধি করে,মানুষকে কষ্ট দেয়,বাংলার টাকা আটকে রাখে তাঁদের ইভিএমে জবাব দেওয়ার আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনে করেন,একটি ভোট মূল্যবান,চব্বিশের নির্বাচনে এই ভোট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের যুবসমাজ,মহিলা, খেটেখাওয়া মানুষের বাঁচার লড়াইকে জোরদার করতে তাই বিজেপির নেতৃত্বাধীন সরকারকে পরিবর্তন করার জন্য উত্তরবঙ্গের মানুষকে এবার ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দেশটাকে বিক্রি করছে।সব কিছু ওরা বিক্রি করে দিতে পারে। দেশের সম্পদ লুঠ করে নিতে চায়।ওরা দেশের ভালো চায় না।জলপাইগুড়ির সভায় বিজেপির নীতির কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদি –শাহদের ৪০০পারের স্লোগানের সমালোচনা মমতার মুখে

বিজেপি ৪০০ কেন ২০০আসনও  পার করবে না

এবার বিজেপির হাল খাতাটায়  শূন্য হয়ে যাবে

চব্বিশে   দেশে ইন্ডিয়া জোটই শক্তিশালী হবে

বাংলায় বিজেপি বিরোধী ভোট ভাগ করবেন না

মোদি –শাহদের হুঙ্কারকে কার্যতঃ তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফকথা যেটা চোখে দেখবেন সেটাই বিশ্বাস করবেন। বাংলার হাত শক্ত করতে ও দেশের অখণ্ডতা রক্ষা করতে তৃণমূল প্রার্থীদের সর্বস্তরের মানুষকে সমর্থন করার আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles