রাজ্যের খবর

লোকসভায় লক্ষ্য উত্তরবঙ্গ, তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা উত্তরবঙ্গেমুখ্যমন্ত্রীর

Chief Minister Mamata Banerjee vote campaign in North Bengal today

The Truth of Bengal: আজ উত্তরবঙ্গে ভোট প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে আজ তিনি প্রথমে ময়নাগুড়িতে জনসভা করবেন। তার পর তিনি যাবেন শিলিগুড়ি শহরে। সেখানে একটি পদযাত্রার কর্মসূচি রয়েছে তাঁর। দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে সেখানে প্রচার করবেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়া আজ উত্তরবঙ্গে জোড়া প্রচারসূচি রয়েছে অভিষেকের। প্রথমে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ রায় বাসুনিয়ার হয়ে প্রচার করবেন তিনি। সেখানে একটি জনসভাও করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে আলিপুরদুয়ারে একটি রোড-শো করবেন তিনি। তৃণমূল প্রার্থী প্রকাশ চিক  বরাইকের সমর্থনে এই রোড-শো করবেন অভিষেক।

Related Articles