Lok Sabha Election 2024 : মালদায় লক্ষীর ভান্ডার প্রাপক মহিলাদের সঙ্গে নির্বাচনী প্রচারে সাবিনা ইয়াসমিন
Lok Sabha Election 2024 : Sabina Yasmin campaigning with Lakshmi Bhandar recipient women in Malda

The Truth Of Bengal : মালদা:- লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছে। এবার এক ভিন্ন প্রক্রিয়ায় ভোট প্রচারে মাতলেন সাবিনা ইয়াসমিন। লক্ষীর ভান্ডার প্রাপক মহিলাদের সঙ্গে রং আবির খেলে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সোমবার মোথাবাড়ি বিধানসভার অধীন কালিয়াচক-২ ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চলের নয়াগ্রাম টিটিপাড়া গ্রামের মহিলারা লক্ষ্মী ভান্ডার ৫০০ থেকে ১০০০ টাকা এবং এস.সি. এস.টিদের জন্য ১০০০ থেকে ১২০০ টাকা করায় মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি মহাশয়াকে মহিলারা অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য ৫২ মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া ও ব্লক সভাপতি ফিরোজ শেখ মহাশয়কে মিষ্টি মুখ করিয়ে ও রং খেলে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং ভোট প্রচারে নামলেন।