দেশ

স্বাস্থ্যকর পানীয়ের তকমা থেকে বিদায় নিল বোর্নভিটা

Bournevita departs from the category of health drinks

The Truth of Bengal: স্বাস্থ্যকর পানীয়ের তকমা থেকে বিদায় নিল বোর্নভিটা। কেবল বোর্নভিটা নয় এর সঙ্গে রয়েছে আরও অনেক হেলথ ড্রিঙ্ক যাদের কেও বাদ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এই সমস্ত সংস্থাগুলিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।  সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এই বিষয়ে। যেখানে সমস্ত ই-কমার্স সাইটগুলিকে বলা হয়েছে বোর্নভিটাকে হেলথ ড্রিঙ্ক এর তালিকা থেকে বাদ দিতে।

আসলে দীর্ঘদিন ধরেই বোর্নভিটার বিরুদ্ধে অভিযোগ এখানে রয়েছে অত্যাধিক মাত্রায় চিনি। এই অভিযোগের হাতেনাতে প্রমাণ পেয়েছে ন্যাশেনাল কমিশন অফ প্রোটেকশন ফর চাইল্ড রাইটস। তদন্ত করে দেখার পর তারাও জানতে পারে সত্যি সত্যি বোর্নভিটার মধ্যে রয়েছে অত্যাধিক মাত্রার চিনি। যা শরীরে খেলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। এই সমস্ত হেলথ ড্রিঙ্কের মধ্যে চিনি দেওয়ার যে মাপকাঠি থাকে বোর্নভিটা সংস্থাটি তার চাইতে বেশি চিনি ব্যবহার করে। যে কারণে কেন্দ্রের এই রূপ সিদ্ধান্ত।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে তারা  ‘শিশু অধিকার সুরক্ষা কমিশন আইন, ২০০৫ এর ধারা অনুযায়ী গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা CPCR আইন ২০০৫ এর ধারা ১৪ এর অধীনে তদন্তের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তদন্ত করে উঠে এসেছে শুধু চিনি নয় চিনির সাথে রয়েছে কোকাও। এমনকি ক্ষতিকারক রং ও মেশানো হয় বোর্নভিটায়। বিভিন্ন চিকিৎসকদের মতে এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে নানা ধরনের রোগ। ছোট অবস্থাতেই বাচ্চাদের জাঁকিয়ে বসেছে ডায়াবেটিস, হার্টের নানা ধরনের রোগ। আর এই সব রোগের পিছনে কোথাও না কোথাও হাত রয়েছে হেলথ ড্রিঙ্কের।