আন্তর্জাতিক
Trending

ইরানের হামলায় নিন্দা রাষ্ট্রসঙ্ঘের,ইজরায়েলে পাশে আমেরিকা,ব্রিটেন,ফ্রান্স

Iran's attack is condemned by the United Nations, America, Britain and France stand by Israel

The Truth Of Bengal : আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করেই রবিবার ভোর হতে না হতেই ইজরায়েলে হামলা চালিয়ে দিল ইরান । প্রশ্ন উঠছে, যেভাবে দুদেশ রাশিয়া-ইউক্রেনের মতো তীব্র সংঘাতে জড়িয়েছে তাতে   কবে এই যুদ্ধ থামবে? শনিবার ইরানের ইসলামিক রেভোলিউশোনারি গার্ডস ড্রোন ও মিসাইল হামলা চালায় ইজরায়েলের ওপর।

এবিষয়ে ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে ঘনঘন ড্রোন হামলার পাশাপাশি ইজরায়েল মিসাইল হামলাও চলে। কিন্তু কিছু মিসাইল ও ড্রোন সিরিয়া ও জর্ডনের ওপর দিয়ে যাওয়ার সময় গুলি করে নামানো হয়।  শুধু তা-ই নয়, আমেরিকা, ব্রিটেনের সেনাও গুলি করে ইরানের একের পর এক ড্রোন ধ্বংস করছে।দুই দেশের সামরিক বাহিনী একথা দাবি করেছে।রবিবার ২০০ওপর ড্রোন দিয়ে ইরান ক্ষেপনাস্ত্র হামলা চালায়  বলে আর্ন্তজাতিক মিডিয়া সূত্রে খবর। ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া সেই ড্রোন হামলায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক । জেরুজালেমে শোনা যাচ্ছে যুদ্ধের সাইরেনের শব্দ।  ইরানের হামলার খবর পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইতিমধ্যে ফোনে কথা বলেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এরমধ্যে আবার আমেরিকার মতোই ফ্রান্সও ব্রিটেন ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইরানের প্রতি সমর্থন রয়েছে হামাস সহ বেশ কিছু গোষ্ঠীরও।এই অবস্থায় শান্তিও স্থিতাবস্থা বজায় থাকুক চায় রাষ্ট্রসংঘ।তাই তড়িঘড়ি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক ডেকেছে। রবিবার বিকেলে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও  গুতেরেস ইরানের হামলার তীব্র নিন্দা করেছে।ইরান যাতে সংযত আচরণ করে সেজন্য কড়া বার্তাও পাঠানো হয়েছে।

 

Related Articles