আন্তর্জাতিক

নদীতে স্নান করতে নেমে নিখোঁজ বাবা, মা ও ছেলে, উদ্ধার কিশোরের লাশ

The missing father, mother and son went down to bathe in the river, the body of the teenager was recovered

The Truth Of Bengal: বাংলাদেশের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী অঞ্চলের পদ্মা নদীতে স্নানের জন্য নেমে নিখোঁজ আরিফ নামে এক যুবক শনিবার সকাল ১০টার নদীতে ভাসতে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। জানা যায় গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আরিফ,ও তার বাবা রিয়াদ আহমেদ (৪৫) ও খালু জুয়েল রানা (৪০)স্নানের জন্য নেমেছিলেন, তারপরেই তিনজনই নিখোঁজ হন। রাত  ৯টার দিকে দুজনের লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছিল ছেলে আরিফ।  রিয়াদ আহমেদ বাংলাদেশ রেলওয়েতে ও জুয়েল রানা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ আহমেদ ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকার মোহাম্মদপুর থেকে টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল গ্রামে কাকা ইকবাল বাড়িতে ঘুরতে আসেন। গতকাল বিকেলে তাঁরা তিনজনসহ ৩০ থেকে ৩৫ জন ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে পদ্মা নদীতে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে দীঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া পদ্মা পাড়ে আসেন। সে সময় নদীতে স্রোত ছিল। মা বাবা ও ছেলে তিন জনেই সাঁতার জানতোনা বলেই জানা গিয়েছে। স্নান করতে নেমেই গভীর জলে ভেসে জান তিন জনেই।

নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা এসে বিকেল ৫টা থেকে উদ্ধারকাজ শুরু হয়। রাত ১১টা পর্যন্ত উদ্ধারকাজ চলে। সে সময় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ পেয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়। সকাল ১০টার দিকে ঘটনাস্থলের পাশেই আরিফের লাশ ভেসে ওঠে। লাশটি উদ্ধার করে।

Related Articles