খেলা

 টিকিটের দাম কমাল মোহনবাগান

Mohun Bagan ticket price reduced

The Truth Of Bengal :  প্রিয় দলের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা। অনেক সময় টিকিটের দাম নিয়েও ভাবনা চিন্তা করতে হয় তাদেরকে। ‘যদি টিকিটের দামটা একটু কম হতো’ – এই ভাবনা চিন্তা করে থাকেন সমর্থকেরা। এবার তাদেরকে নিয়ে ভাবনাচিন্তা করেছে মোহনবাগান কর্তৃপক্ষ। সে কারণে টিকিটের দামে আনা হয়েছে বিরাট পরিবর্তন।
আইএস্এলের লীগ শিল্ড  জয়ের থেকে মোহনবাগান আর কিছুটা মাত্র দূরে রয়েছে।

সোমবার যুবভারতীতে নামছে সবুজ মেরুন দল আর এই অবস্থায় যুবভারতীকে ভরিয়ে তোলার জন্য এবং দলের সমর্থকদের কে কার্যত নতুন বছরেরউপহার দিতে প্রস্তুত মোহনবাগান। টিকিটের দাম কমালো মোহনবাগানের কর্তৃপক্ষ। টিকিটের দাম করা হবে ৫০ টাকা থেকে।  সর্বোচ্চ মূল্য থাকতে ২৫০০। এর মাঝে টিকিটের দাম রাখা হয়েছে ১০০, ১৫০ , ৩০০, ২০০০ টাকা ।

 

 

Related Articles