রাজ্যের খবর
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ মাদক পাচার চক্রের পর্দাফাঁস !
West Medinipur district police in the joint operation of the prohibited drug trafficking ring!

The Truth Of Bengal : পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই অভিযান চালানো হয় এসটিএফ-কে সঙ্গে নিয়ে। খড়গপুর গ্রামীণ থানার অধীন কলাইকুন্ডা এলাকায় জাতীয় সড়কের পাশে ওই গোডাউনে অভিযান চালাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের !
প্রায় ৫০-টি কার্টুনে ১৫-১৬ হাজার নিষিদ্ধ ফেনসিডিল সিরাপের বোতল ছিল। নিষিদ্ধ কোডাইন মিশ্রিত এই কাফ সিরাপ উত্তরপ্রদেশ থেকে মেদিনীপুর হয়ে বাংলাদেশে পাচার করার ছক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। এর আনুমানিক মূল্য ৬৮ লক্ষ টাকা বলেও পুলিশের প্রাথমিক অনুমান। একইসঙ্গে এও অনুমান করা হচ্ছে, এই সমস্ত নিষিদ্ধ সিরাপ বা মাদক-ই বাংলাদেশে পৌঁছে গেলে এর দাম হয়ে যেত এক থেকে দেড় কোটি টাকা !