প্রচারে বেরিয়ে ভোটারদের প্রশ্নবানে জর্জরিত প্রার্থী,দলবল নিয়ে এলাকা ছাড়লেন প্রার্থী
Candidates are plagued with questions from the voters in the campaign

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। কলকাতা লাগোয়া বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ। তার প্রতিদ্বন্দী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শাসক ও বিরোধী উভয়পক্ষ জোরদার প্রচার শুরু করেছে। সজল ঘোষ প্রচারে বেরিয়ে বরানগরের নাগরিকদের প্রশ্নবানে পড়লেন। একাধিক প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারলেন না বিজেপি প্রার্থী।
এক প্রকার দলবল নিয়ে এলাকা ছেড়ে প্রায় পালিয়ে গেলেন। বরানগরের একাধিক এলাকায় এভাবেই নাগরিকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীকে। এলাকার পরিষেবা নিয়ে বিজেপি প্রার্থীর সমালোচনার পাল্টা জবাব দিচ্ছেন এলাকার বাসিন্দারাই। পানীয় জল থেকে রাস্তা সব ক্ষেত্রেই গত কয়েক বছরে বরানগরের ব্যাপক উন্নতি হয়েছে বলছেন বাসিন্দারা। সরাসরি বিজেপি প্রার্থীকে তা জানান দিয়েছেন ওই এলাকার অনেক নাগরিক। অনেকের সঙ্গেই তর্কে জড়িয়ে পড়েছেন বিজেপি প্রার্থী।
উন্নয়ন নিয়ে সমালোচনা করতে গিয়ে পাল্টা জবাব পেয়েছেন ভোটারদের কাছ থেকেই। উল্টে দলবদলুকে কেন তার দল আশ্রয় দিয়েছে এবং লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপির বরানগরের প্রার্থী সজল ঘোষকে। উল্লেখ্য, বরানগরের বিধায়ক পদ থেকে তাপস রায়ের পদত্যাগের কারণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।