দেশ

ভয়াবহ দুর্ঘটনা ছত্তিশগড়ে,মৃত কমপক্ষে ১২, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

A terrible accident in Chhattisgarh

The Truth of Bengal: ভয়াবহ দুর্ঘটনা ছত্তিশগড়ে। খাদে বাস গড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জন যাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাস্থল ছত্তিশগড়ের দুর্গ জেলা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ব্রেক কষতে ব্যর্থ হন চালক। ফলস্বরূপ বাসটি গড়িয়ে পড়ে যায় একটি গভীর খাদে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্গ জেলার কুমহারি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। রাত সাড়ে ৮টা নাগাদ বাসটি পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। বাসটিকে এখনও খাদ থেকে তোলা সম্ভব হয়নি। বাসের ভিতর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম আরও ১৪ জন শ্রমিক।

উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, বাসের ভিতরে আরও যাত্রীর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্গের জেলাশাসক রিচার প্রকাশ জানিয়েছেন, আহতদের মধ্য়ে ১২ জনকে রায়পুরের এইমসে ভর্তি করানো হয়েছে। বাকি দু’জন স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সকলের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল। পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “একটি বেসরকারি সংস্থার কর্মী বোঝাই বাস দুর্গে দুর্ঘটনার মুখে পড়েছে। ১১ জনের মৃত্যুর খবর পেয়েছি। এই দুর্ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।”

Related Articles