
The Truth of Bengal: বিজেপি সরকারের বিরুদ্ধে দুঃশাসন-দুর্নীতির নানা অভিযোগ উঠছে। নির্বাচনী বন্ডে জিএসটি দুর্নীতির টাকা কাজে লাগানো হয়েছে বলে মনে করছেন বিরোধী শিবিরের নেতারা।অর্থমন্ত্রকের রিপোর্টকে হাতিয়ার করে বিরোধীরা সোচ্চার, এক বছরে প্রায় ৮০হাজার কোটি টাকা জিএসটি বাবদ ক্ষতি হয়েছে।গত অর্থবর্ষে কারচুপির অঙ্ক ২লক্ষ কোটি টাকার কাছে।
Today on Chaitra Navratri, I found strength in the belief that amidst the darkest of times, there’s always a glimmer of hope. It’s a reminder that goodness always prevails.
In this time of devotion, I pray to Ma Durga to shower her blessings upon everyone, granting peace and…
— Mamata Banerjee (@MamataOfficial) April 9, 2024
গেমিং ও লটারি সংস্থাগুলো কালো টাকা সাদা করছে বলে বিরোধীদের অভিযোগ।মূল্যবৃদ্ধি-বেকারত্ব,দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এক কঠিন এবং অন্ধকার সময়ের সঙ্গেই আসে আশার আলো। এই বিশ্বাস আমাকে শক্তিশালী করে। অন্ধকার সময় আমাদের সব মনে করিয়ে দেয়, দুষ্টের দমন এবং ন্যায়ের পালন করাই হবে মূল লক্ষ্য।