পা দেখেই বুঝে যাবেন কি রোগ হয়েছে আপনার ? জানুন কিভাবে ?
Will you understand what disease you have by looking at your feet? know how

The Truth Of Bengal : জানেন কি আপনার পা দেখেই শুধু বুঝে নেওয়া যাবে যে আপনার ভিতরে কি রোগ আছে? ভাবছেন তো সেটা কিভাবে সম্ভব। মানুষের মুখ দেখে বোঝা যায় যে তার মন ভালো নাকি খারাপ, আর এবার থেকে পা দেখে বোঝা যাবে আপনার শরীরে আদেও কোনও রোগ বাসা বেঁধেছে কিনা।
১। পায়ে কোথাও কেটে গেছে ? কেই কাটা অংশ দীর্ঘদিন ধরে দগদগে অবস্থায় রয়েছে। কিছুতেই শুকাচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে ডায়বেটিস রোগ বাসা বেঁধেছে। অর্থাৎ আপনার রক্তে বৃদ্ধি পাচ্ছে শর্করার পরিমাণ।
২। আপনার শরীরে যদি দেখছেন র্যাশ হয়েছে এবং যতই বরফ দিন না কেন কিছুতেই সেই জ্বালা পোড়া ব্যাথা কমছে না তাহলে বুঝবেন আপনার শরীরে ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে।
৩। আপনার পা সবসময় ফোলা ফোলা লাগছে। এমনকি ঠাণ্ডা থাকছে তাহলে বুঝতে হবে আপনার হৃদযন্ত্রের কোনও সমস্যা রয়েছে।
৪। বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় গোড়ালি ও পায়ের গিটে গিটে ব্যাথা। পায়ের পাতায় এবং গোড়ালিতে যদি আপনার ব্যাথা হয় তাহলে বুঝতে হবে আপনার দেহে ইউরিক অ্যাসিড বাসা বেঁধেছে।
৫। আপনার পায়ের পাতা সবসময় ঠাণ্ডা তাহলে একবার হিমোগ্লোবিনের মাত্রা চেক করিয়ে নিন। এই ধরনের সমস্যা হলে আপনার অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি।