প্যালেস্টাইনের পাশে ভারত, জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট ভারতের
India sided with Palestine, India voted in favor of the UN resolution

The Truth Of Bengal : শুক্রবার ভারতের তরফে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি খসড়া প্রস্তাবের অনুমোদন করা হয়েছে। এই প্রস্তাব যা প্যালিস্তিনীয় জনগণের স্বনিন্ত্রণের ‘অবিচ্ছেদযোগ্য অধিকার’ পুনঃনিশ্চিত করছে। যার মধ্যে রয়েছে স্বাধীন রাষ্ট্র প্যালিস্তিনীয় অধিকার। জেনেভা ভিত্তিক কাউন্সিল, ‘প্যালিস্তিনীয় জনগণের আমতো নিয়ন্ত্রণের অধিকার’ সংক্রান্ত যে খসড়া প্রস্তাবটি গৃহীত হয়েছিল সেই প্রস্তাবে ভারত সহ ৪২ টি সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে।
৪৭ জন সদস্যের কাউন্সিলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে এরা একমাত্র দুটি দেশ যারাই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। এছাড়াও আলবেনিয়া, আর্জেন্টিনা এবং ক্যামেরুন এই বিষয় থেকে বিরত ছিল। এই প্রস্তাবে, ‘প্যালিস্তিনীয় জনগণের স্বনিয়ন্ত্রণের জন্য তাদের অবিচ্ছেদ্য স্থায়ী এবং অযোগ্য অধিকার যার মধ্যে তাদের স্বাধীনতা, ন্যায় বিচার এবং মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার এবং তাদের স্বাধীন প্যালিস্তিনীয় রাষ্ট্রের অধিকার’ পুনঃনিশ্চিত করা হয়েছে। আসলে এই আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশন সহ ইসরাইল প্যালিস্তিনীয় সংঘাতের একটি ন্যায্য ব্যাপক এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধান করার প্রয়োজনীয়তা ব্যক্ত করছে।
এটি ইজরায়েলকে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দখল অবিলম্বে শেষ করার এবং প্যালেস্থাইনের রাজনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতাকে প্রত্যাহার এবং প্রতিকার করার আহ্বান জানিয়েছে। এছাড়াও শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বসবাসকারী দুটি রাষ্ট্র প্যালেস্তাইন এবং ইসরাইলের সমস্ত রকম সমাধানের জন্য আহ্বান জানিয়েছে।
FREE ACCESS