রামপুরহাটে বিধ্বংস অগ্নিকাণ্ড, ভস্মীভূত প্রায় ৬টি অস্থায়ী দোকান
Devastating fire in Rampurhat, destroyed about 6 temporary shops

The Truth Of Bengal : বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে বিধ্বংসী আগুনে পুড়ে গেল প্রায় ৬টি অস্থায়ী দোকান। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ডে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর দুইটি ইঞ্জিন ও রামপুরহাট থানার পুলিশ।
সুত্রের খবর, শুক্রবার রাত ১১ নাগাদ বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট বাসস্ট্যান্ডে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তাতেও নিয়ন্ত্রনে আনতে অক্ষম হলে অবশেষে দমকলে এবং থানায় খবর দেয়। কিছুক্ষনের মধ্যেই দমকলের দুইটি ইঞ্জিন ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
এরপর দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। স্থানীয়দের অনুমান বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে বিধ্বংসী আগুনটি লাগে। ঘটনায় প্রায় ৬টি অস্থায়ী দোকান দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে ঠিক কি কারনে আগুনটি লাগল তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।