চাষের জন্য নেই পর্যাপ্ত জল, দপ্তর অফিসে বিক্ষোভ কৃষকদের
There is not enough water for cultivation, farmers protest at the office

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : ভুরকোনা পঞ্চায়েত এলাকায় চাষের জল না পাওয়ায় শেষে দপ্তর অফিসে বিক্ষোভ কৃষকদের। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুত্রের খবর, মূলত বেশ কয়েকদিন ধরে বীরভূম জেলার সেচ ক্যানেলে গ্রীষ্মকালীন ধান চাষের জন্য জল ছাড়া হয়েছে। চাষীদের কথা ভেবে কৃষি দপ্তর তিলপাড়া ময়ূরাক্ষী নদীর জল ছাড়ার দিন এবং তারিখের একটি খতিয়ান বের করেন। সেই মতনই গ্রীষ্মকাল ধানের চাষের জন্য বীরভূমের সিউড়ি র সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় জল ছাড়ার কাজ চলছে। তবে পর্যাপ্ত পরিমাণে জল কম ছাড়ার ফলে ভুরকোনা পঞ্চায়েতের সদাইপুর থানা এলাকার বেশ কিছু গ্রাম চাষযোগ্য জমিতে গ্রীষ্মকালের ধান চাষের জন্য জল পৌঁছাচ্ছে না। এর ফলে জলের অভাবে চাষ করতে পারছে না ভুরকোনা পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম। সেই কারণেই শুক্রবার সিউড়ির কলোনির দপ্তর অফিসে এসে বিক্ষোভে সামিল হন চাষিরা।
শুক্রবার ডেপুটেশন প্রদান করার পর চাষিরা তাদের দাবি জানান। তাঁরা জানান, গ্রীষ্মকালীন ধান চাষ না করতে পারলে তাদের আহার জোগাড়ের অসুবিধা হয়ে যাবে। তাদের সকল জমিগুলির ক্ষেত্রে এই চ্যানেলের জলই তাদের ভরসা। জমিতে ধান লাগানো রয়েছে জলের অভাবে ধান গাছগুলি শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে তাতে ক্ষতির মুখে চাষিরা। তাই যত দ্রুত সম্ভব তাদের জল দেওয়া হোক।