বিনোদন

এয়ারপোর্টে উদ্ভট আচরণে ট্রোলের শিকার উরফি

Urfi trolled for strange behavior at the airport

The Truth Of Bengal : সোশ্যাল মিডিয়ায় নজর টানতে তাঁর ধারে কাছে কেউ নেই। তিনি ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ। অদ্ভুদ পোশাকের জন্য প্রায়ই চর্চায় থাকেন উরফি। সম্প্রতি, বিমানবন্দরে পোশাক খুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন উরফি। সেই ভাইরাল ভিডিয়োতে প্রথমে তাঁকে বিমানবন্দরে দেখা গেল হালকা পিঙ্ক রঙের গাউনে, আচমকাই সেই গাউন খুলে লাল টিশার্ট আর হাফ প্যান্টে উরফি! বিমানবন্দরের এন্ট্রি গেটে একডজন লোকের সামনে উরফির এমন কাণ্ডে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। নেটিজেনরা উরফিকে তীব্র কটাক্ষও করতে শুরু করেছেন।

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। কেউ কেউ বলেন উরফির এমন কাণ্ড ঘটানোর সময় নিরাপত্তারক্ষীরা কী করছিল?  অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এতে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। কারণ স্টাইল স্টেটমেন্টে সবকিছুতেই ডোন্ট কেয়ার ভাব দেখায় কন্যা। এবারও তাঁর কোনও ব্যতিক্রম হল না।

 

 

Related Articles