নাইটদের স্বস্তি, ইডেনেই হচ্ছে কেকেআর-রাজস্থান ম্যাচ, বদলে গেল দুটি ম্যাচের দিনক্ষণ
Knights' relief, the KKR-Rajasthan match is happening in Eden, the dates of the two matches have changed

The Truth Of Bengal : চলতি আইপিএল-এ দুটি ম্যাচের দিন পরিবর্তন করা হল। ১৭ এপ্রিল কলকাতায় ম্যাচ ছিল নাইটদের। সেই ম্যাচের দিন বদলে গেল। ১৭ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ১৬ এপ্রিল।
মূলত রামনবমী ও লোকসভার কারণে ১৭ তারিখের ম্যাচটি পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল রাজ্য পুলিশ। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেই অনুরোধ রেখেছে। এর ফলে ১৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কেকেআর ও রাজস্থান। একই দিনে (১৬ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিল দিল্লি ও গুজরাটের মধ্যকার ম্যাচটি। কিন্তু কলকাতা ও রাজস্থানের ম্যাচের কারণে একদিন পিছিয়েছে ম্যাচটি মাঠে গড়াবে ১৭ এপ্রিল। তবে এর আগে যখন আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছিল, এর পরই টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু টিকিটের বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করায় শুরুতে আইপিএলের অর্ধেক সূচি ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে ৮ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত পুরো সূচি চূড়ান্ত করা হয়। সাতটি ধাপে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বেঙ্গলে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত হবে ভোটগ্রহণ। অতীতে লোকসভা নির্বাচনের জন্য আইপিএলকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলেও এবার অবশ্য সেটা হচ্ছে না। ভারতেই আয়োজিত হচ্ছে। তবে নির্বাচনের জন্য সূচিতে বদল রয়েছে। যদিও, ম্যাচের সূচি বদল নিয়ে আগে থেকেই কানাঘুসো শোনা যাচ্ছিল। বোর্ডের এক কর্তা বলেন, “১৬ এবং ১৭ এপ্রিলের ম্যাচ দু’টির দিন বদল হতে পারে। এই পরিবর্তনের কারণে যে যে ব্যবস্থা নিতে হবে, তাতে অসুবিধা হবে না। দু’টি মাঠেরও অসুবিধা নেই। তার আগে ১৪ এপ্রিল ইডেনে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা নাইট রাইডার্সের। যার অর্থ, তিন দিনে ঘরের মাঠে ২টি ম্যাচ খেলবে কেকেআর। অবশ্য শুধু এই দু’টিই নয়, বরং ১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের মধ্যে ইডেন গার্ডেন্সে টানা ৫টি আইপিএল ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।