দেশ

নতুন কর ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি দূর করতে অর্থ দফতরের ৬ দফা নির্দেশিকা এক নজরে

What the finance minister said about income tax, you can not think!

The Truth of Bengal: ভারতের আয়করে বদল আনা হবে না বলে অন্তর্বর্তী  বাজেটেই আভাস দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।বাজেটের সেই ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে এবার ৬টি বিষয় উঠে এল নির্মলার প্রেসক্রিপশনে। দেখে নেব কী কী ধারা রয়েছে এই আয়করের তথ্যে ? ১এপ্রিল থেকে কার্যকর হওয়া এই আয়কর আইনে পুরনো আইনের কোনও বদল করা হয়নি বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি। তিনি যে পয়েন্টগুলো হাইলাইটস করেছেন সেগুলো হল-

প্রথমতঃ আয়কর দাতারা পছন্দমতো তাঁদের আয়কর প্রদান করতে পারবেন

দ্বিতীয়তঃপুরনো আয়কর নিয়মে ছাড়ের যে সুবিধা ছিল তাতে আয় থেকে ৫০হাজার টাকা ছাড় দেওয়া হত এবং পারিবারিক পেনশন বাবদ ১৫হাজার টাকে রেহাই মিলত।নতুন ব্যবস্থায় সেই সুবিধা মিলবে না।

তৃতীয়তঃ পুরনো ও নতুন আয়কর বিধি মেনে করদাতারা যেকোনও পদ্ধতিতে কর জমা করার সুযোগ পাবেন।

চতুর্থতঃ নতুন ব্যবস্থা ও পুরনো ব্যবস্থার মধ্যে যেকোনও একটি না বেছে নিলে অবশ্যই আপনার কর বকেয়া থেকেই যাবে।

তাই এক্ষেত্রে যাঁদের কর মেটানো হয়নি তাঁরা ২০২৪-২৫ অর্থবর্ষে অবশ্যই কর জমা করিয়ে দিন।

পঞ্চমতঃ  শূ্ন্য থেকে যাঁদের ৩লক্ষ টাকা আয় তাঁরা পুরোপুরি করমুক্ত। এরপর যাঁদের আয় ৩লক্ষের বেশি বা ৬লক্ষ টাকা পর্যন্ত তাঁদের ৫শতাংশ কর দিতে হবে। যাঁদের আয় ৬লক্ষ টাকার বেশি বা ৯লক্ষের মধ্যে তাঁদের ১০শতাংশ কর দিতে হবে ।এছাড়া যাঁদের ৯লক্ষ টাকার বেশি বা ১২ লক্ষের মধ্যে তাঁদের ১৫শতাংশ কর দিতে হবে।এরপর যাঁদের আয় ১২লক্ষ টাকার বেশি বা ১৫লক্ষ টাকার মধ্যে তাঁদের ২০শতাংশ কর মেটাতে হবে।আর যেসব নাগরিকের আয় ১৫লক্ষ টাকার বেশি তাঁদের ৩০শতাংশ কর দিতে হবে।

 

Related Articles