দেশ
Trending

‘রামলালা যেন আমাকে বলছেন সোনার যুগ শুরু হয়েছে’, মন্দির উদ্বোধনের অনুভূতি জানালেন মোদি

Modi expressed his feelings about the inauguration of the temple

The Truth Of Bengal : কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে রামমন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়েছে রামলালার মূর্তি। রামমন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশে উন্মাদনার জোয়ার বয়ে গিয়েছিল। সেই রামমন্দির উদ্বোধনের অন্যতম প্রধান মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কেমন ছিল অনুভূতি? কী মনে হয়েছিল রামমন্দির উদ্বোধনের সময়? সেই সব প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘থান্থি’ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই অনুভূতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠার সময় অনুভব করেছিলেন যেন রামলালার মূর্তি আমাকে বলছেন স্বর্ণযুগ শুরু হয়েছে, এবং ভারতের দিন এসেছে।‘

মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী একটা আধ্যাত্মিক পরিবেশে যুক্ত রেখেছিলেন নিজেকে। প্রধানমন্ত্রী বলেন, আমি যেন অন্য কিছু অনুভব করতে শুরু করেছিলাম। তারপর সিদ্ধান্ত নিই আমি ১১ দিন ধরে অনুষ্ঠান করব। সেই সময়কালটা আমি ভগবান রামের সঙ্গে যুক্ত সমস্ত জায়গায়, বিশেষ করে দক্ষিণ ভারতে সময় কাটাব। ১২ জানুয়ারি তিনি ১১ দিনের বিশেষ আচার পালন করেছিলেন। দিনগুলি প্রধানমন্ত্রী মেঝেতে শুয়ে কঠোর তপস্যা করে উপবাস পালন করেছিলেন। সেই সময় তিনি ডাবের জল পান করতেন। সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী আরও বলেন, এই বিশেষ আচারের মধ্য দিয়ে তিনি সম্পূর্ণ অন্তর্মুখী হয়ে পড়েছিলেন।

দেশের প্রধানমন্ত্রী হিসেবে রামলালার মূর্তি স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন নরেন্দ্র মোদি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে অযোধ্যায় পৌঁছে প্রধানমন্ত্রীর মনে হয়েছিল, তিনি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আসেননি, এসেছেন ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি সবসময় অনুভব করেছি যে আমি একজন ব্যক্তি হিসেবে অযোধ্যা সফর করছি। ১৪০ কোটি দেশবাসীর মতোই সাধারণ ভক্ত হিসেবে এখানে এসেছি।‘

রামলালার মূর্তি দেখে প্রাথমিক ভাবে কী মনে হয়েছিল? এই প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘অপরূপ সেই মূর্তি দেখে বিহ্বল হয়ে পড়িছিলাম। বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। পুরোহিতরা যা যা করতে বলছিলেন তাতে মনোনিবেশ করতে পারিনি। সেই মুহূর্তে আমার মনে যে চিন্তাগুলি এসেছিল তা হল রামলালা আমাকে বলছিলেন যে সোনার যুগ শুরু হয়েছে। ভারতের দিন এসেছে, জাতি এগিয়ে যাচ্ছে। আমি রামলালার মূর্তির চোখে ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন দেখেছি।‘

 

FREE ACCESS

Related Articles