গ্রেফতার বাংলাদেশের বিএনপি দলের যুগ্ম মহাসচিব, জামিন খারিজ করল আদালত
BNP joint secretary general of Bangladesh arrested

The Truth of Bengal: রোববার বাংলাদেশের বিএনপি দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল’কে গ্রেফতারের আদেশ দিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতবছর ২০ নভেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো ও তাদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে এই দণ্ড দেন আদালত।
এই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিবকে বলতে শোনা যায় যে, পৃথক দুটি মামলার জেরে তাকে এই জেল হেফাজতের আদেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। রবিবার তিনি জামিনের আবেদন করলেও আদালত থেকে সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয়।
তাছাড়াও সূত্রের খবর যে নভেম্বর মাসের নিউমার্কেট থানার ঘটনা ছাড়াও ২০১৭ সালে পুলিশকে কাজে বাধা দেওয়া এবং তাদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় অন্য আর একটি মামলা ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরো একটি মামলা করা হয় তার বিরুদ্ধে। যার ফলাফল হিসেবে শেষমেষ তাঁকে এই জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।