বিনোদন

যে কারণে নষ্ট হয়েছিল হানির পাঁচটা বছর, লাইভ কনসার্ট থেকে সেগুলোই করতে বারণ ‘দেশি কালাকারের’ !

For the reason that five years of honey were wasted, they were banned from live concerts by 'Desi Kalakar'!

The Truth Of Bengal : যার গানে ফিদা ছিল এককালীন গোটা বিশ্ব, যার পারিশ্রমিক ছিল সেইসময়ে অন্যান্য গায়কদের তুলনায় সবচেয়ে বেশি, তিনি হলেন ‘ইয়ো ইয়ো হানি সিং’। সম্প্রতি তিনি তার একটি কনসার্ট’এ ভক্তদের বলেন, তারা যেন মদ পান করে কিন্তু কোনও দিন মাদকগ্রস্ত না হয়ে পরেন। তিনি ওই কনসার্টটিতে এও বলেন যে, এই কারণেই তার জীবনের পাঁচ বছর নষ্ট হয়ে গিয়েছে।

বলিউডের কিং খানের সঙ্গে কাজ করা থেকে শুরু করে ‘আতা মাজি সাটকলি’ গানে অজয় দেবগন, সকলের সঙ্গেই প্রায় কাজ করেছেন তিনি। তাছাড়াও বহু গানের অ্যালবামে তাকে বলিউডের বহু জয়প্রিয় অভিনেত্রী যেমন, উর্বশী রাউটেলা, দিপিকা পাড়ুকন, সোনাম কাপুর, সোনাক্ষী সিনহা এছাড়াও বহু তারকাদের সঙ্গে কাজ করতে তাকে গিয়েছে। তার ‘ব্লু আইস’এর সুরে ‘লাভ ডোজ্’- খেয়ে তরুণ প্রজন্ম মেতে উঠেছিল এক নতুন সুরের ধারায়। বলিউডেও শুরু হয়েছিল র্যাসপের গানের ব্যবহার। খুব কম সময়েই খ্যাতির শিখরে পৌঁছে যান তরুণ এই গায়ক। এবং শেষমেষ মাদকে আসক্ত হয়ে পড়েন হানি। এরপরই অনেক দিন হানি সিং’কে ইন্ডাস্ট্রিতে না দেখতে পেয়ে প্রশ্ন উঠতে থাকে ভক্তদের মনে! যে কোথায় চলে গেলেন তাদের প্রিয় হানি? এমনও শোনা গিয়েছিল মাঝে যে, তিনি নাকি কোমায় চলে গিয়েছেন। তবে সূত্রের খবর মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন হানি। তাই চণ্ডীগড়ের রিহ্যাবে বেশ কিছুদিন সময় কাটাতে হয় তাকে। তারপর তার স্ত্রী শালিনী তালওয়ার এর সঙ্গে পারিবারিক অশান্তির কারণেও মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি। তবে দিন যত এগোচ্ছে হানি সিং’কে আবারও কাজ করতে দেখে অত্যন্ত খুশি হচ্ছেন তার ভক্তরা। হানির ট্রান্সফরমেশনও একেবারেই চোখে পড়ার মত। মুম্বাইতে অনুষ্ঠিত হওয়া একটি হোলি কনসার্টেই তাকে বলতে শোনা যায়, “আমার ছোট ছোট ভাই-বোনেরা। প্লিজ গাঁজা খেও না ভাই। আমার জীবনের পাঁচটা বছর নষ্ট হয়ে গেছে। যত খুশি মদ খাও, কিন্তু চরস-গাঁজা একদম নয়।”

 

View this post on Instagram

 

A post shared by Yo Yo Honey Singh (@yoyohoneysingh)

বর্তমানে অনেকটাই কর্মব্যাস্ত হানি। তার নতুন অ্যালবামও আসছে বাজারে খুব শীঘ্রই। হানিকে সোশ্যাল মিডিয়ায় তাঁর সমস্ত কাজ গুলিকে শেয়ার করতে দেখা যায় প্রতিনিয়ত। সম্প্রতি তিনি মেহবিশ হায়াত এর সঙ্গে যৌথ উদ্যোগেও একটি কাজ করতে চলেছেন। মেহবিশ হায়াত’কে সেই মুহূর্তকে হানির সঙ্গে কোলাব করতেও দেখা গিয়েছিল তার সোশ্যাল মিডিয়ায়। তবে এটুকু স্পষ্ট ক্রমশ হানি ফিরছে তার নিজস্ব ছন্দে। সেই ড্যাসিং ও সিজলিং অবতার নিয়ে।

Related Articles