রাজ্যের খবর

বহরমপুরে ইউসুফ পাঠানের প্রচারে থাকবেন না শচীন!

Sachin will not be in Yusuf Pathan's campaign in Baharampur

The Truth of Bengal: বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইউসুফ পাঠান। শচীন তেন্ডুলকারের সঙ্গে ইউসুফ পাঠানের ছবি হোর্ডিং আকারে এখন বহরমপুরের সর্বত্রই। বহরমপুর যেন ক্রিকেট জ্বরে আক্রান্ত! তবে তা ভোটের সৌজন্যে। যেদিকেই তাকানো যায় শুধুই ক্রিকেটের মহাতারকার সঙ্গে প্রতিপক্ষের ছবি! কখনো কী তা মেনে নেওয়া যায়! নালিশ ঠুকেছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

ইউসুফ পাঠানের বিরুদ্ধে অভিযোগ জমা পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন অধীর। অবশেষে কমিশনের সিদ্ধান্তে জেলাশাসককে নির্দেশ সমস্ত হোর্ডিং সরিয়ে ফেলার। প্রচারে থাকবেন না শচীন তেন্ডুলকার। মানে হোর্ডিংয়ে। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ক্রিকেটের বিশ্বকাপ জয়ের সেইসব ছবি ব্যবহার করতে পারবেন না প্রচারে।

শচীন তেন্ডুলকার সহ ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের। সচিন তেন্ডুলকরসহ ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের ছবি প্রচারের ব্যানার, পোস্টার থেকে সরিয়ে ফেলার নির্দেশ মুর্শিদাবাদের জেলা প্রশাসনের। বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান প্রচারে ভারতীয় ক্রিকেট দলের সদস্য দের ছবি ব্যবহার করেছিলেন। এ বিষয়ে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছে।

Related Articles