lok sabha election 2024: বীরভূমের রাজনীতিতে অনুব্রত ইমপ্যাক্ট, না থেকেও জনমনে রয়েছেন কেষ্ট
lok sabha election 2024: Kest is in the public mind despite the impact he has had on the politics of Birbhum

The Truth of Bengal: ভোটের ময়দানে না থেকেও তিনি রয়েছেন ভোটযুদ্ধের চর্চায়। তৃণমূলের নেতা-কর্মীরাও তাঁর দেখানো পথেই বীরভূমের দুটি লোকসভায় জয়ের মার্জিন বাড়ানোর লক্ষ্য নিয়েছেন। কেষ্টভূমের রাজনীতির প্রচারকরা কখনই অনুব্রত মণ্ডলকে ছাড়া নির্বাচনের কথা ভাবতে পারেন না।অনুব্রত মণ্ডলের মতো দৌর্দন্ডপ্রতাপ নেতার সমালোচনা করলেও বিরোধীদের চর্চার কেন্দ্রে সেই একজনই। বীরভূমের রাজনীতিতে তাঁর দাপট বরাবর দেখা গেছে। ফিনিক্স পাখির মতো অনুব্রত মণ্ডল বারবার উড়ে আসেন ভোটযুদ্ধের ভূমিতে।গোরু পাচার মামলায় আপাততঃ তিহার জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা। ভোটের বাজার গরম করতে বা কর্মীদের উজ্জীবিত করতে তাঁকে নানা সময়ে কড়া কথা বলতে শোনা গেছে।
তবে রাজনীতির চালচিত্রে অনুব্রত মণ্ডলের স্বকীয় ধারা এখনও বীরভূমের রাজনীতিতে বহমান।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলীয় নেতা-কর্মীদের সাফ জানিয়েছেন, ভোটের রাজনীতিতে অনুব্রত-র দেখানো পথেই বীরভূমের সংগঠন ধরে রাখতে।এরমধ্যে কোরকমিটি গড়ে যৌথ নেতত্বের গাইডলাইনও ঠিক করে দিয়েছেন তিনি।চব্বিশের ভোটে তিনি হাজির থাকতে পারছেন না। লোকসভার ২টি আসন রয়েছে এই জেলায়।একটি বীরভূম-লোকসভা অন্যটি বোলপুর।দুই কেন্দ্রেই তৃণমূলের প্রচারের মতোই বিরোধীদের আলোচনার কেন্দ্রে সেই অনুব্রত মণ্ডল। তাঁর বাড়ি থেকে দলীয় কার্যালয় সর্বত্র শুধুই শূন্যতা। ফাঁকা পড়ে রয়েছে চেয়ার।কিভাবে লড়াইয়ের ঘুঁটি সাজাবে লোকসভায় তৃণমূল কংগ্রেস।
অনুব্রত মণ্ডলের অভাব অনুভব করছে বীরভূমবাসী।দাবি করছেন তৃণমূল নেতৃত্ব।বিরোধীরা কী অনুব্রত মণ্ডল না থাকায় বাড়তি কোনও সুবিধা পাবে ?
কেষ্ট দা থাকুন বা না থাকুন, তাতে পাত্তা দিতে নারাজ বিরোধী শিবির। গেরুয়া শিবিরের মতোই বামেদের দাবি, তৃণমূল কংগ্রেস এবারের ভোটে অনেকটাই পিছনে থাকবে।তৃণমূলের পাল্টা জবাব,মিথ্যে প্রতিশ্রুতি নয়,সারাবছর অনুব্রত মণ্ডলের মতো তাঁরা মানুষের কাজ করুক তারপর অন্যকথা বলবে।
তৃণমূল নেতৃত্বের সাফকথা, জেলার দুই লোকসভা কেন্দ্রেই বিজেপির প্রতিহিংসার রাজনীতির জবাব দেবে।অনুব্রত মন্ডলকে বোল্ড আউট করতে চাওয়া বিজেপি এবার টের পাবে।এবার বিজেপির মতোই বিরোধীরাই জনতার এজলাসে বিচার পাবে। বিগত দিনের উন্নয়নের নিরিখেই বীরভূমবাসী মূল্যায়ন করবে বলেও ঘাসফুল শিবিরের কর্মীদের আশা।