দেশ

গ্যাসে আধার সংযোগ করা যাবে মাত্র ২ দিন, না করলে গ্যাস পাবেন তো? জানুন

Aadhaar can be connected to gas only for 2 days, if not, will you get gas

The Truth of Bengal: রান্নার গ্যাসের সঙ্গে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দেওয়া হল। ৩১ মার্চ অর্থাৎ আগামী রবিবারের মধ্যে যাচাই পর্ব সম্পূর্ণ করার নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রক। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে এই নির্দেশ পৌঁছে গিয়েছে। এই সময় অর্থাৎ আর মাত্র ২ দিনের মধ্যে রান্নার গ্যাসের সঙ্গে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই না হলে কি বন্ধ হয়ে যাবে গ্যাসের সংযোগ? এই প্রশ্নে আতঙ্কিত গ্রাহকরা। তবে তেল সংস্থা সূত্রে দাবি, ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার কোনও কথা বলা নেই কেন্দ্রের নির্দেশে।

এর আগে গতবছরে অক্টোবরে তেল সংস্থাগুলিকে আধার যাচাইয়ের নির্দেশ দিয়েছিল তেল মন্ত্রক। কবে তা সম্পূর্ণ করতে হবে তা না বলে দেওয়া হলেও ডিস্ট্রিবিউটররা দাবি করেন, তেল সংস্থা ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাইয়ের কাজ শেষ করতে বলেছে। এই কথা ছড়িয়ে পড়তেই আধার সংযোগ করতে গ্রাহকদের হুড়োহুড়ি শুরু হয়। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকে মানুষ। আধার সংযোগ না হলে আর গ্যস মিলবে না—এমন গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পরে সাধারণ মানুষ।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন সংস্থার গড়ে ৫০-৭০ শতাংশ গ্রাহকের আধার পরীক্ষা শেষ হয়েছে। এবার বাকি আধার সংযোগ দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ অর্থাৎ আগামী রবিবারের মধ্যে যাচাই পর্ব সম্পূর্ণ করার নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রক। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে এই নির্দেশ পৌঁছে গিয়েছে। এখন প্রায় ৩০ শতাংশ গ্রাহক আধার সংযোগ করেননি। আর মাত্র ২ দু’দিনের মধ্যে কী করে এই কাজ কী করে শেষ হবে তা নিয়ে সংশয় থাকছে।

Related Articles