আন্তর্জাতিক
Trending

গোপনে উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। জানানো হেয়েছে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য নারিশকিন উত্তর কোরিয়া সফর করছেন সের্গেই। তথ্যমতে, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত উত্তর কোরিয়া সফরে ছিলেন। সফরকালে তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী রি চ্যাং দায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিবেদন বলছে, শত্রুপক্ষের ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ মোকাবিলার জন্য রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের শির্ষকরাতরা আলোচনা করেছেন।

রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় দেশই বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে আছে। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। অন্যদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার দূরপ্রাচ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন একটি বৈঠক করেছিলেন। সে সময় কিম ঘোষণা দিয়েছিলেন, মস্কোর সঙ্গে সম্পর্কের বিষয়টি তাঁর দেশের এক নম্বর অগ্রাধিকার। পুতিন-কিম বৈঠকের পর যুক্তরাষ্ট্র অভিযোগ করে, মস্কোকে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে পিয়ংইয়ং।

তবে পশ্চিমাদের নিন্দা ও সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে উভয় দেশ। মস্কো বলেছে, রাশিয়ার সাথে সম্পর্ক গড়তে চায়, এমন যেকোনও দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবে তারা। আর পিয়ংইয়ংয়ের সাথে মস্কোর দ্বিপাক্ষিক সহযোগিতায় আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হয়নি।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি বিলাসবহুল রুশ অরাস লিমোজিন গাড়ি উপহার হিসেবে দিয়েছেন।

Related Articles