
The Truth of Bengal: স্টেট ব্যাঙ্কের বিভিন্ন কার্ড হোল্ডারদের জন্য মাসুল বৃদ্ধি। ক্লাসিক, সিলভার, গ্লোবাল, কন্টাক্টলেস ডেবিট কার্ডের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ মাসুল বৃদ্ধি করা হয়েছে। ১২৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত কার্ডের বাৎসরিক চার্জ বাড়তি দিতে হবে গ্রাহকদের। সেই সঙ্গে যুক্ত হবে GST। SBI প্ল্যাটিনাম ডেবিট কার্ডের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ হবে এখন টাকা হবে৷ ৩২৫ টাকা, সেই সঙ্গে জিএসটি। এখন যে কার্ডের জন্য গ্রাহকদের দিতে হয় ২৫০ টাকা ও জিএসটি।
প্রাইড প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বেড়ে হয়েছে ৪২৫ টাকা, সেই সঙ্গে জিএসটি। বর্তমানে যে কার্ডের জন্য দিতে হতো ৩৫০ টাকা ও জিএস্টি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) বুধবার কিছু ডেবিট কার্ড সম্পর্কিত বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ সংশোধন করেছে। SBI ওয়েবসাইট অনুসারে, নতুন চার্জগুলি আগামী এপ্রিল থেকে কার্যকর হবে৷
উল্লেখ্য দেশের একটা বড় অংশের মানুষ স্টেট ব্যাঙ্কের গ্রাহক। তাঁদের মধ্যে অনেকেই এটিএম কার্ড সহ নানা ধরনের ককার্ড ব্যবহার করেন। সেই কার্ড ব্যবহার করতে বছরে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হতো গ্রাহকদের। এবার সেই কার্ডের জন্য বাড়তি টাকা দিতে হবে গ্রাহকদের