
The Truth of Bengal: কেমিস্টির পর এবার আইএসসির সাইকোলজি পরীক্ষায়ও বিভ্রাট। পরীক্ষার ২৪ ঘন্টা আগেই প্রশ্নপত্র উধাও হয়ে যাওয়ায় আইএসসির দ্বাদশ শ্রেণীর সাইকোলজির পরীক্ষা স্থগিত রাখা হয়। নতুন প্রশ্নপত্রে ৪ এপ্রিল সাইকোলজি পরীক্ষা হবে বলেই জানাল আইএসসি। প্রশ্নপত্র উধাও। যার জেরে স্থগিত হয়েগেল আইএসসির সাইকোলজি পরীক্ষা। ২৭শে মার্চ অর্থ্যাৎ বুধবার পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্ত প্রশ্নপত্রের প্যাকেট উধাও হয়ে যাওয়ায় সিআইএসসিইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হয়।
৪ই এপ্রিল নতুন করে পরীক্ষা দিন ঘোষণা করেবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৭ মার্চ দুপুর ২টোয় পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র খুঁজে না পাওয়ায় পরীক্ষা শেষমুহুর্তে স্থগিত হওয়ায় বিপাকে পড়েছে হাজার হাজার পড়ুয়া। তবে এই প্রথম নয় এর আগে রসায়ণ পরীক্ষা বাতিল হয়েছিল। গতমাসে রসায়ণ পরীক্ষার ২ ঘন্টা পরীক্ষা স্থিগিতের কথা ঘোষনা করা হয়। কী কারণে কেমিস্ট্রি পরীক্ষা বাতিল করা হয়েছিল, তা নিয়ে প্রথমে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি বোর্ডের তরফে।
তারপরেই সঙ্গীতা ভাটিয়া ISC পরীক্ষার কোঅর্ডিনেটরদের একটি বিজ্ঞপ্তি পাঠান। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর উদ্বেগের পরিস্থিতি তৈরি হয় পরীক্ষার্থীদের মধ্যে।আর এবার কেমিস্ট্রির পর আইএসসির সাইকোলজি পরীক্ষায় বিভ্রাট। নতুন প্রশ্নপত্রে ৪ এপ্রিল সাইকোলজি পরীক্ষা হবে বলেই জানাল আইএসসি (ISC)।তবে বারবার পরীক্ষা সূচি মত না হওয়ার কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি নিরাপত্তা নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন।