ঘুরে দাঁড়ানোর লড়াই সানরাইজার হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের
Sunrisers Hyderabad and Mumbai Indians battle for a comeback

The Truth Of Bengal: সানরাইজার হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের নিজেদের প্রথম ম্যাচ হারার পর দুই দলেরই ঘুরে দাঁড়ানোর লড়াই। দুই দল একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচ দিতে প্রস্তুত। মুম্বাই গত ১১টি মরশুমের প্রত্যেকটি প্রথম ম্যাচ হেরেছে। এবছরও তার উল্টোটা হল না। গত ১১ বছরে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। গুজরাটের বিরুদ্ধে ৬ রানের হার মানতে হয়েছিল হার্দিকদের।
[ আরও পড়ুন ঃ
ফেলুবক্সিতে সোহমের বিপরীতে ওপার বাংলার এক জনপ্রিয় নায়িকা, তিনি কে?
ফেলুবক্সিতে সোহমের বিপরীতে ওপার বাংলার এক জনপ্রিয় নায়িকা, তিনি কে?
]
অপরদিকে কলকাতার কাছে প্রথম ম্যাচে শেষ পর্যন্ত ক্লাসেন লড়াই করার পরেও ৪ রানের হারের সম্মুখীন হতে হয় কামিন্সের হায়দ্রাবাদকে। কিন্তু দুদলকেই রুদ্ধশ্বাস ম্যাচে হার স্বীকার করতে হয়েছিল। একদিকে যেমন ক্লাসেন, মার্করাম, প্যাট কামিন্সরা তেমনিই অপরদিকে থাকবে রোহিত, ট্রেভিস ব্রেস, জসপ্রীত বুমরারা। আইপিএলের ষষ্ঠীতে দুদলই প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রস্তুত থাকবে।