রাজনীতি

Lok Sabha Election 2024: লক্ষ্য দিল্লি ! নজরে বাংলা

Lok Sabha Election 2024: Target Delhi! Bangla at a glance

The Truth Of Bengal: জঙ্গলমহল কার দখলে থাকবে তাই নিয়ে প্রচারের উত্তাপ বাড়ছে। একুশের বিধানসভায়  ঝাড়গ্রাম লোকসভায় ৭টি  বিধানসভাতেই ফোটে ঘাসফুল। বিজেপির কুণার হেমব্রমের সরে দাঁড়ানো বা প়ঞ্চায়েতের ক্ষমতা দখল করেও কাজ না করতে পারার মতো ইস্যু তৃণমূলের প্রচারের বড় হাতিয়ার। বিধানসভার নিরিখে চব্বিশের ভোটে কী তৃণমূলের জয়জয়কার হবে নাকি উনিশের মতোই বিজেপি একাধিপত্য বজায় রাখবে ? জয় –পরাজয়ের নানা ফ্যাক্টর বিশ্বেষণ উঠে এসেছে এই প্রতিবেদনে।

জঙ্গলমহলের অন্যতম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। শান্তির জঙ্গলমহলে বরাবরই কড়া নিরাপত্তায় ভোট হয়।একসময়ে জঙ্গলমহলে মাওবাদী প্রভাব বড় আতঙ্কের বিষয় ছিল। এখন সেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শান্তিতেই ভোট হয়।সবদলই জঙ্গলমহলবাসীর দরবারে আসেন ভোট চাইতে। অভিজ্ঞতার আলোকে রাজনীতির নানা উথ্থান-পতনের সাক্ষী জঙ্গলমহলবাসী এবারও লোকসভায় প্রতিনিধি পাঠাতে তৈরি। কিন্তু শাসক না বিরোধী কোনপক্ষে জনতার সমর্থন থাকবে তাই নিয়ে প্রচারও জমে উঠছে।তৃণমূল কংগ্রেস ব্রিগেড থেকেই ঝাড়গ্রাম কেন্দ্রের পদ্মশ্রী কালিপদ সরেনের নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাদ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নানা উন্নয়নমূলক কাজই তৃণমূল প্রার্থীর প্রচারের হাতিয়ার।  তৃণমূলকে এবার বাড়তি অক্সিজেন দিচ্ছে, বিধানসভায় ৭আসনের ৭টিতেই ঘাসফুল ফোটায়।একইসঙ্গে বিজেপির বিদ্রোহ আর কুণার হেমব্রমের মতো পুরনো নেতাদের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করায় লড়াইয়ের চোরাস্রোত অন্যবাঁক নিচ্ছে।তাই প্রশ্ন,।উনিশের ফলাফল কী এবার দেখা যাবে,  নাকি,হাড্ডাহাড্ডি লড়াইতে ঝাড়গ্রাম আসন  হারাতে হবে বিজেপিকে ?লড়াইয়ের ময়দানে থাকা বিজেপি নেতৃত্বর দাবি,.তাঁদের সাংসদ প্রয়োজনমতো কাজ করেছেন।

কেন্দ্রের বঞ্চনার মাঝে বাংলার সরকার প্রয়োজনমতো কাজ করছে। রাস্তা,আলো থেকে কর্মশ্রী প্রকল্পে ৫০দিনের কাজের গ্যারান্টি সবই প্রচারের আলোয় জায়গা দিচ্ছে তৃণমূলের প্রচারকরা। জনস্বার্থের  ইস্যুতে লড়াই হলে বিজেপির এবার জঙ্গলমহলের মানুষকে বলার মতো কিছু পাবে না বলেও চ্যালেঞ্চ চুঁড়ছেন তৃণমূল নেতৃত্ব।

এক নজরে  ঝাড়গ্রাম লোকসভা  কেন্দ্র

  •    ঝাড়গ্রাম লোকসভায় ৭টি বিধানসভা কেন্দ্র
  •   গোপীবল্লভপুর , ঝাড়গ্রাম , নয়াগ্রাম , বিনপুর
  •  গড়বেতা,  শালবনী   ও বান্দোয়ান বিধানসভা 

 মোট ভোটারের সংখ্যা -১৭,৭৭,৩৬৭

  •    পুরুষ ভোটারের সংখ্যা  – ৮,৮৯,০১২
  •   মহিলা ভোটারের সংখ্যা – ৮,৮৮,৩৩৫

জঙ্গলমহল একসময় বামেদের প্রভাব ছিল।কিন্তু গেরিলা সন্ত্রাস মোকাবিলায় ব্যর্থতা,আমলাশোলে   খিদের জ্বালায় মৃত্যু থেকে নানা কারণে লালদুর্গে সিপিএম অস্তমিত হয়।চব্বিশের কী ঘুরে দাঁড়ানোর কোনও আশার আলো দেখছে লাল ব্রিগেড ?তৃণমূল যখন উন্নয়নের নানা ইস্যু তুলে ধরছে,তখন বামেরা  জঙ্গলমহলের জ্বলন্ত কিছু বিষয়ে ফোকাস করতে চায়।

বিজেপির মতোই বামেরাও ময়দানে নামতে ব্যর্থ।তাঁদের এখনও প্রার্থীই ঘোষণা করা হয়নি।তাই দুই শিবিরকে আরও পিছনে ফেলতে প্রচারে মানুষের কাজকেই পাদপ্রদীপে তুলে আনছে তৃণমূল কংগ্রেস।

  • বিজেপি প্রার্থী কুনার হেমব্রম ৬২৬,৫৮৩টি ভোট
  • তৃণমূল প্রার্থী বীরবাঁহা হাঁসদা ৬১৪,৮১৬টি ভোট
  • কংগ্রেস প্রার্থী যোগেশ্বর হেমব্রম-২০,৭৫৪টি ভোট
  • সিপিএম প্রার্থী দেবলীন  হেমব্রম -৭৫,৬৮০টি ভোট

৫বছর পর ঝাড়গ্রামের মানুষ জনাদেশ দেবেন।তাঁরাই ঠিক করবেন দিল্লির সংসদে কে প্রতিনিধিত্ব করবে।তাই ভোটের আগে জঙ্গলমহলবাসীর দরবার এখন সবুজ-গেরুয়ার মতোই  প্রচারে যে সরগরম  তা বলাই যায়।

Related Articles