IPL 2024খেলা

লখনউকে হারিয়ে আইপিএলের প্রথম ম্যাচে সহজ জয় পেল রাজস্থান

Rajasthan beat Lucknow in the first match of IPL easily

The Truth of Bengal: এর আগে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খেতে হয় রাজস্থান রয়্যালসকে। দলগত ১৩ রানের মাথায় আউট হয়ে যান যশ বাটলার। এরপর যশস্বী অবশ্য সঞ্জু স্যামনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু বেশিক্ষণ যশস্বী অবশ্য ক্রিজে টিকতে পারেননি। রাজস্থান রয়্যালসের ৪৯ রানের মাথায় মহসিন খানের বলে আউট হয়ে যান যশস্বী। এরপর সঞ্জু স্যামন ও রিয়ান পরাগের জুটি রাজস্থান রয়্যালসকে ভালো জায়গায় পৌঁছে দেয়। দুজনের মধ্যে ৯৩ রানের জুটি গড়ে ওঠে। দলগত ১৪২ রানের মাথায় আউট হয়ে যান রিয়ান পরাগ। ১৭ ওভারের মধ্যেই ১৫০ রান করে ফেলে রাজস্থান রয়্যালস।

শেষ পর্যন্ত ১৫০ রানের মাথায় শিমরন হাতইয়ার আউট হয়ে যান। শিমরনের আউটের পর ধ্রুব জুরেলকে ম্যাচ এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামন। শেষ পর্যন্ত ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থেকে গেলেন স্যামন। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান রয়্যালস।

Related Articles