
The Truth of Bengal: ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ কেজরিওয়ালের। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। রাতেই তাঁর বাড়ির পিছনের দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরা লকআপে রাখার পর শুক্রবার কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়।আদালতে ইডির তদন্তকারীরা দাবি, করেন এই ২০২১-২২এর আবগারি দুর্নীতির মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে আবগারি কেলেঙ্কারির মূল ষড়যন্ত্রকারী বলেও তকমা দেওয়া হয়।একইসঙ্গে এএসজি এসভি রাজু আদালতে আবেদন করেন যাতে কেজরিওয়ালকে ৭ দিনের হেফাজত দেওয়া হয়। ইডির দিল্লির রাউস এভিনিউ আদালতে ২৮ মার্চ পর্যন্ত নির্দেশ দেন।