
The TRuth Of Bengal : টেলিকম দফতরের নয়া সতর্কবার্তা, নিষ্ক্রিয় হতে পারে ২১লক্ষ গ্রাহকের সিমকার্ড। ডটের তথ্যে স্পষ্ট,২১লক্ষ সিমকার্ডই জাল নথিপত্র পেশ করে কেনা হয়েছে।ডটের আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও ডিজিটাল ইনটেলিজেন্স যৌথভাবে অনুসন্ধান করে এই বেআইনি সিমের তথ্য ফাঁস করেছে। এই নকল প্রমাণপত্র পেশ করে সিমকার্ড কেনার ঘটনায় বিএসএনএল,ভারতী এয়ারটেল,এমটিএনএল,রিলায়েন্স জিও, ভোডাফোনের মতো সংস্থা এবিষয়ে সতর্ক করেছে টেলিকম দফতর।
ডটের তরফে সন্দেহভাজনদের তালিকা পাঠানো হয়েছে যে যাতে দ্রুত এবিষয়ে খতিয়ে দেখা হয়। যেসব তথ্য আসল নয়,সেগুলি বাতিল করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। স়ঞ্চার সাথী পোর্টালে নাগরিকদের আসল তথ্য নথিবদ্ধ করার ওপরও জোর দেওয়া হয়েছে। কারণ ১১৪কোটি মোবাইল সংযোগের মধ্যে ২১ লক্ষ নকল প্রমাণপত্র দাখিল করে মোবাইল সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। তাই দ্রুত তথ্য সংশোধন করে আসল সিমকার্ডগুলি রেখে বাকি ভুয়ো সিমকার্ড বাতিল করার নির্দেশিকাও জারি করেছে টেলিকম দফতর।
তাই টেলিকম দফতরের নির্দেশমতো শীঘ্র এই স্বচ্ছতার অভিযান শুরু করতে হবে বলে বিএসএনএল,এমটিএনএল বা ভারতী এয়ারটেলের কর্তারা মনে করছেন। টেলিকম দফতরের কর্তারা মনে করছেন,যখন সাইবার ক্রাইম বা অনলাইন প্রতারণা রোধ করতে এই ভুয়ো সিমকার্ডের কারবার রোধ করা দরকার।এই কাজ সফলভাবে করার জন্য টেলিকম দফতর,সময়সীমাও বেঁধে দিয়েছে। ভুয়ো সিমকার্ড বাতিল করার কাজ সুচারু রূপে করার জন্য আইন লাগু কারী সংস্থার সঙ্গে কাজও শুরু করতে চায় ডট বা ডিপার্টমেন্ট অব টেলিকম।