কলকাতা

CAA আতঙ্কে আত্মঘাতী নেতাজিনগরের যুবক! বাড়িতে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল

Youth of Netajinagar committed suicide in fear of CAA

The Truth of Bengal: সিএএ নিয়ে আতঙ্কের জেরে আত্মহত্যা? নেতাজিনগরে দেবাশিস সেনগুপ্ত নামে এক যুবকের আত্মহত্যা ঘিরে এমনই দাবি করেছে রাজ্যের শাসক দল। মৃতের বাড়ির সদস্যদের অভিযোগ, সিএএ এবং এনআরসি নিয়ে তিনি কিছুদিন ধরেই চিন্তায় ছিলেন দেবাশিস। তাঁর জেরে এই আত্মহত্যা বলে দাবি পরিবারের। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন শশী পাঁজা, নাদিমুল হক, ডাঃ কুণাল ঘোষ, সায়নী ঘোষ এবং অরূপ চক্রবর্তী।

নেতাজিনগরের আত্মঘাতী যুবক দেবাশিস সেনগুপ্ত সুভাষগ্রামে মামাবাড়িতে গিয়েছিলেন। বুধবার সেখান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দেবাশিসের পরিবার দাবি করেছে, সিএএ আইন নিয়ে গত কয়েক দিন ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁদের অনুমান।

দিল্লিতে দ্বিতীয় মোদি সরকার গঠনের পর ২০১৯ সালে এই সংশোধিত নাগরকিত্ব আইন পাশ করানো হয়েছিল। কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কাটার পর চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে সম্প্রতি সিএএ লাগুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে চলছে প্রতিবার। বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, নাগরিকত্ব কেড়ে নেওয়ার ছক কষেছে বিজেপি। আবার এনআরসি নিয়ে তৃণমূল ভুয়ো প্রচার করছে ব অলে দাবি বিজেপির। সেই দ্বন্দ্বের মাঝে এবার এই আত্মহত্যার ঘটনা। স্বভাবতই বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles