প্রযুক্তি

জানেন কীভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ, রূপান্তরিত হয়ে যাবে টেক্সট-এ?

how to Know WhatsApp voice messages

The Truth of Bengal: কোনও প্রিয়জন বা বন্ধু যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ  করেন তাহলে আপনি ব্যস্ত সময়ে কিভাবে তা টেক্সট এ তা রূপান্তরিত করবেন ? ধরুণ আপনি মিটিং ব্যস্ত আছেন বা অফিসের জরুরি কাজ করছেন,তখন সেই বার্তা পরিবর্তন করার জন্য আর ভাবতে হবে না। সেজন্য সহজপাঠ বাজারে চলে এসেছে।সাম্প্রতিক সময়ের তথ্য বলছে, দ্রুত ভয়েস মেসেজ থেকে টেক্সটে পরিবর্তন করার পদ্ধতি লাগু করা হয়েছে। ইতিমধ্যে আইওএস ইউজারে এই পদ্ধতি কাজ করছে।এমনকি অ্যানড্রোয়েড ফোনেও এই পদ্ধতির প্রযুক্তিগত সংযোজন হয়েছে।

ডব্লু এ বেটা ইনফরমেশন সংস্থার তথ্যে আরও জানা গেছে, এই প্রযুক্তিগত উন্নয়নের পথ পরিস্কার করে ফেলেছে হোয়াটস অ্যাপ সংস্থা। এই নতুন পদ্ধতি আসলে যাঁরা ভয়েস মেসেজ শোনার সমস্যার মুখোমুখি হন,তাঁদের জন্য তা বড় কার্যকরী হতে পারে।মোবাইলের বহুমুখী ব্যবহারের সাফল্যের তালিকায় এই টেক্সট ম্যাসেজ রূপান্তর আরও সুবিধা করে দিল গ্রাহকদের।

অ্যানড্রোয়ডে সর্বশেষ বেটা ভার্সনের সাফল্য হিসেবে বলা যায়,শুধুমাত্র ভয়েস মেসেজের প্রতি নির্ভর না থেকেই সাধারণ মানুষ বিষয়বস্তু পড়েও প্রয়োজনীয় তথ্য উদ্ধার করতে পারবে বা জানতে পারবে। এই নয়া পদ্ধতিতে আসলে গ্রাহকদের গোপনীয়তা ও তথ্যের অধিকার বজায় থাকবে বলেও জানানো হয়েছে। শোনার আগে এই পড়ে বোঝার অত্যাধুনিক পদ্ধতি হোয়াটসঅ্যাপ উপহার দেওয়ায় জেনজেড থেকে কর্মব্যস্ত মানুষ সবার বড় সুবিধা হবে বলাই যায়। এখন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে কিছু বেটা ইউজারদের জন্য সংযোজন করা হচ্ছে,ধীরে ধীরে সবার নাগালেই এই প্রযুক্তি চলে আসবে বলে আশা।

Related Articles