
The Truth Of Bengal: অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Zomato এর নয়া এই পরিষেবার নাম রাখা হয়েছিল, ‘Pure Veg Mode’, নিরামিষ খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক ডেলিভারি পার্টনারদের পোশাকের রং সবুজ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল Zomato কোম্পানির তরফে। এই সিদ্ধান্তে যে ডেলিভারি পার্টনার থেকে সাধারণ মানুষ বৈষম্যের শিকার হতে পারে সেইরকমই অভিযোগ উঠেছিল। সেই নিয়েই তীব্র সমালোচনার মুখে পড়েই এক প্রকার সিদ্ধান্ত বদলাল এই অনলাইন খাবার সরবাহকারী সংস্থা।
নয়া নিয়ম নিয়ে সংস্থা জানায়, নিরামিষাশী মানুষ সবচেয়ে বেশী বাস করেন ভারতে। খাবার সরবরাহকারী কোনও ভাবেই আমিষ খাবারের সংস্পর্শে আসেননি, এমন ডেলিভারি পার্টনারই পছন্দ বলে মতামত জানিয়েছিলেন মানুষের একাংশ। উৎসব বা পুজোর সময়গুলোতেই দেখা যায় আবাসনের ভিতরে আমিষ খাবার ঢোকা নিয়ে সমস্যা দেখা দেয়। নিরামিষ খাবার রয়েছে সেটা যদি ডেলিভারি পার্টনারের পোষাক দেখে বোঝা যায় তাহলে কোনো সমস্যা থাকবে না। নিরামিষ খাবার যারা সরবরাহ করবেন তারা সবুজ এবং আমিষ খাবার যারা সরবরাহ করবেন তারা আগের মতনই লাল পোষাকই পরবে। সেই কথা মাথায় রেখেই মূলত নিরামিষ খাবারের জন্য সরবরাহকারীর আলাদা বহর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্থার পক্ষ থেকে।
Zomato-র তরফে এই ঘোষণা হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ডেলিভারি পার্টনারের পোশাকের রং দেখে আমিষ-নিরামিষের ফারাক বোঝা যায়, তাতে যে শুধুমাত্র ডেলিভারি পার্টনাররাই নন, সাধারণ মানুষকেও হেনস্থার মুখে পড়তে হতে পারে সে বিষয়েও অনেকেই আশঙ্কা প্রকাশ করেন। বিশেষত যাঁরা আবাসন বা বাড়িতে ভাড়া থাকেন, তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা হয়। তার ফলেই বুধবার সেই সিদ্ধান্তে বদল আনল Zomato।
সংস্থার CEO দীপেন্দ্র গোয়েল এ বিষয়ে বলেন, নিরামিষ খাবার সরবরাহকারী ডেলিভারি পার্টনারদের পোশাকের রং বদলের যে সিদ্ধান্ত তারা নিয়েছিল তা থেকে সরে এসেছেন তাঁরা। পোষাকের রঙ না পাল্টে শুধু নিরামিষ খাবার সরবরাহর জন্য আলাদা বহর আনা হবে। আগের মতোই সব ডেলিভারি পার্টনাররকে লাল পোষাকে।
রং দেখে যদি খাদ্যাভ্যাস বোঝা যায় তাহলে গ্রাহকরাও যে সমস্যায় পড়তে পারেন, তা বুঝেই এই সিদ্ধান্ত থেকে সরে আসলেন তাঁরা।