হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাস
Hong Kong passes controversial national security bill

The Truth of Bengal: জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নতুন একটি আইন পাস করেছে হংকং। গতকাল মঙ্গলবার দেশটির আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে এ আইনটি পাস করে। চার বছর আগেও এ ধরনের একটি আইন বাস্তবায়ন করেছিলো বেইজিং। সেই আইনের কারণে হংকংয়ের বিরোধীরা দীর্ঘদিন ধরে কোণঠাসা অবস্থায় রয়েছে।এক বিশেষ অধিবেশনে এ আইন নিয়ে ভোটাভুটি হয়। হংকংয়ের জন্য এটি একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে নেতা জন লি বলেন, আগামী ২৩ মার্চ থেকে নতুন এ আইনটি কার্যকর হবে।
গত ৮ মার্চ প্রথম নতুন এ আইনটির প্রস্তাব উত্থান করা হয়। হংকংয়ের সংসদে বেইজিংপন্থীদের সংখ্যা বেশি। ফলে মঙ্গলবারের অধিবেশনে আইনপ্রণেতারা এ প্রস্তাবের পক্ষে তাদের দৃঢ় সমর্থন জানান।প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিয়াং বলেন, তিনি বিশ্বাস করেন যতো দ্রুত এ আইন বাস্তবায়ন হবে, ততো দ্রুত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এর আগে ২০১৯ সালে গণতন্ত্রপন্থীদের প্রতিবাদ-আন্দোলনে হংকংয়ে ব্যাপকভাবে রাজনৈতিক হিংসার সৃষ্টি হয়। ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ দমনে নতুন এ আইনকে সরকার কাজে লাগাবে বলেই ধারণা করা হচ্ছে।কারণ রাষ্ট্রদ্রোহীতা ও বিদ্রোহের মতো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এ ধরনের কাজে এ আইনে কঠোর শাস্তির উল্লেখ রয়েছে। এক্ষেত্রে তা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানা যায়।
এছাড়া এ ধরনের রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় অনেক তরুণ পেশাজীবী ও মধ্যবিত্ত পরিবারও হংকং ছেড়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও তাইওয়ানে চলে যেতে বাধ্য হয়। উল্লেখ্য, এর আগে ২০০৩ সালেও আরেকবার হংকং এ ধরনের একটি জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলো। কিন্তু সে সময় ব্যাপক আন্দোলন-বিদ্রোহের কারণে তা বাদ দিতে বাধ্য হয় সরকার।